আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র রংপুর বিভাগীয় শাখার প্রথম বর্ষপূর্তি উদযাপন
https://parstoday.ir/bn/news/event-i142606-আইআরআইবি_ফ্যান_ক্লাব_বাংলাদেশ'র_রংপুর_বিভাগীয়_শাখার_প্রথম_বর্ষপূর্তি_উদযাপন
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর রংপুর বিভাগীয় শাখার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য শ্রোতা মিলনমেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ১৩, ২০২৪ ১২:২০ Asia/Dhaka
  • আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র রংপুর বিভাগীয় শাখার প্রথম বর্ষপূর্তি উদযাপন

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর রংপুর বিভাগীয় শাখার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য শ্রোতা মিলনমেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১২ অক্টোবর) শনিবার রংপুর শহরের ঐতিহ্যবাহী আহার হোটেল মিলনায়তনে আয়োজিত বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক মো: আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিও তেহরান বাংলা'র মনিটর এবং আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক আবু তাহের। 

শ্রোতাদের একাংশ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর বিভাগের সভাপতি ড. মো: মোস্তাফিজুর রহমান। আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন ফনি, রংপুর বিভাগীয় শাখার  সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাস্টার, সিনিয়র সহ-সভাপতি ও ভয়েস অফ আমেরিকার সাবেক উত্তরবঙ্গ সাংবাদিক তথা দৈনিক মানব জমিনের ভ্রাম্যমান প্রতিনিধি জনাব প্রতীক ওমর এবং কোচবিহার থেকে ভারতীয় শ্রোতা সহিদুল ইসলামসহ রংপুর বিভাগের আটটি জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮০ জন শ্রোতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিও তেহরান বাংলা'র মনিটর আবু তাহের

ইসলামি সঙ্গীত, ভাওয়াইয়া গান, রাফেল ড্র এবং বিভিন্ন ইভেন্টে মোট ৩৬ জন শ্রোতাকে পুরস্কার প্রদানের অভাবনীয় দৃশ্য অনুষ্ঠানকে করেছিল মুখরিত। প্রধান অতিথি মহোদয়কে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বক্তব্য রাখেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন ফনি

অতিথি ও শ্রোতাদের বক্তব্যে  মূলতঃ রেডিও তেহরানের অনুষ্ঠানমালার বর্তমান অবস্থানসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়। সেইসাথে প্রসঙ্গক্রমে বাংলাদেশ বেতারের কথাও উঠে আসে।

সম্মানিত অতিথিবৃন্দ ও কিছু শ্রোতার গঠনমূলক ও বেতার নিয়ে প্রাসঙ্গিক আলোচনার একেক পর্যায়ে সুদূর ইরান থেকে রেডিও তেহরানের সিনিয়র ব্রডকাস্টার জনাব আশরাফুর রহমান, ভারতীয় মনিটর এস এম নাজিম উদ্দীন এবং আমেরিকার নিউইয়র্ক থেকে রেডিও তেহরানের শুভাকাঙ্ক্ষী, প্রখ্যাত সাংবাদিক আকবর হায়দার কিএনর অডিও বার্তাগুলো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

সকাল ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং বেলা আড়াইটায় ড. মো: মোস্তাফিজুর রহমানের সভাপতির বক্তব্য ও মধ্যাহ্ণ ভোজনের মধ্য দিয়ে জমকালো অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন