নতুন রকেট সিস্টেম এম-৮০ উন্মোচন করলো হিজবুল্লাহ
(last modified Sun, 20 Oct 2024 10:31:22 GMT )
অক্টোবর ২০, ২০২৪ ১৬:৩১ Asia/Dhaka
  • নতুন রকেট সিস্টেম এম-৮০ উন্মোচন করলো হিজবুল্লাহ

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এম-৮০ এন্টি-পার্সোনেল রকেট সিস্টেম উন্মোচন করেছে। সংগঠনটির মিলিটারি মিডিয়া ইউনিট গতকাল (শনিবার) একটি ভিডিও প্রকাশ করেছে এবং প্রথমবারের মতো এম-৮০ রকেট সিস্টেম সক্রিয় করার ঘোষণা দিয়েছে।

ভিডিওতে বলা হয়েছে, এম-৮০ রকেট কার্যকরভাবে লঞ্চিং পয়েন্ট থেকে তিন দশমিক ৩ কিলোমিটার দূরে অবস্থিত শত্রু সেনাদের লক্ষ্যবস্তু করতে পারে।

হিজবুল্লাহর মিলিটারি মিডিয়া ইউনিট প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায়- বর্বর ইহুদিবাদী সেনাবাহিনীর নৌ ঘাঁটি রাস আল-নাকোরাকে লক্ষ্য করে এই রকেট দিয়ে হামলা করা হচ্ছে।

বৈরুত-ভিত্তিক আল মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, এম-৮০ রকেট সিস্টেম ভ্রাম্যমান এবং স্থির দুইভাবেই ব্যবহার করা যায়। এ রকেট সিস্টেমে ২৪টি লঞ্চ স্লট রয়েছে যা থেকে একের পর এক ২৪টি রকেট ছোঁড়া সম্ভব।  

এম-৮০ রকেট নিজেই একটি ৮০ মি.মি ক্যালিবারের রকেট যার দৈর্ঘ্য ৯৫ সেন্টিমিটার এবং ওজন ১০ কেজি। যদিও ওয়ারহেড তুলনামূলকভাবে ছোট হতে তবে, উল্লেখযোগ্য ধ্বংস ক্ষমতার অধিকারী। প্রতিটি শেল ৪ হাজার ৭৫০টি আলাদা স্টিলের বল দিয়ে তৈরি করা হয়েছে। এই রকেট খুবই প্রাণঘাতী ও ৩৫ মিটারের মধ্যে অবস্থিত শত্রুদের হত্যা করতে পারে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২০

ট্যাগ