তেলআবিবে সেনা-ঘাঁটিতে ফের ইয়েমেনি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাত
https://parstoday.ir/bn/news/event-i142942-তেলআবিবে_সেনা_ঘাঁটিতে_ফের_ইয়েমেনি_হাইপারসনিক_ক্ষেপণাস্ত্রের_আঘাত
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সফলতার সাথে ইহুদিবাদী ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ২৩, ২০২৪ ১১:৪৬ Asia/Dhaka
  • ইয়েমেনের ফিলিস্তিন নামক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র
    ইয়েমেনের ফিলিস্তিন নামক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সফলতার সাথে ইহুদিবাদী ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

গতকাল (মঙ্গলবার) আনসারুল্লাহ আন্দোলন এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের পূর্বাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, ইসরাইলি ও মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। 

তিনি বলেন, ফিলিস্তিন ও লেবাননের নির্যাতিত জনগণের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের সামরিক বাহিনী এই হামলা চালিয়েছে। বর্বর ইসরাইলি আগ্রাসন ও গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা করেন। জেনারেল সারি বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার উপর থেকে ইসরাইলি অবরোধও তুলে নিতে হবে।#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।