ইসরাইলি হামলার ‘সামান্য’ ক্ষয়ক্ষতি মেরামত বা প্রতিস্থাপন করা হয়েছে: মন্ত্রী
(last modified Tue, 29 Oct 2024 03:44:16 GMT )
অক্টোবর ২৯, ২০২৪ ০৯:৪৪ Asia/Dhaka
  • ইসরাইলি হামলার ‘সামান্য’ ক্ষয়ক্ষতি মেরামত বা প্রতিস্থাপন করা হয়েছে: মন্ত্রী

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডয়ার-জেনারেল আজিজ নাসিরজাদে বলেছেন, তার দেশের কয়েকটি সামরিক স্থাপনায় ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসী হামলায় যে ‘সামান্য’ ক্ষয়ক্ষতি হয়েছিল তা তাৎক্ষণিকভাবে মেরামত বা প্রতিস্থাপন করা হয়েছে।

তিনি গতকাল (সোমবার) তেহরানে সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির অ-ইরানি শিক্ষার্থী এবং বিদেশি সামরিক অ্যাটাশেদের সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানান।

জেনারেল নাসিরজাদে বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনে আমাদের সামান্য ক্ষতি হয়েছে; যা আমরা আমাদের নিজস্ব জ্ঞান ও বৈজ্ঞানিক শক্তি দিতে তাৎক্ষণিকভাবে মেরামত বা প্রতিস্থাপন করেছি।”

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তার দেশের যদি সে বৈজ্ঞানিক সক্ষমতা না থাকত তাহলে কখনোই এ কাজ করে দেয়ার অনুমতি অন্য কাউকে দেয়া হতো না। ইহুদিবাদী ইসরাইল ইরানে আগ্রাসন চালিয়ে সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলেও তিনি মন্তব্য করেন।

গত শনিবার ভোররাতে ইহুদিবাদী ইসরাইল ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় আগ্রাসী হামলা চালায় যার ফলে চার সেনা সদস্য এবং একজন বেসামরিক নাগরিক শহীদ হন। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব হামলার বেশিরভাগই আকাশে ধ্বংস করে দেয়া হয়।

ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবার আহমাদিয়ান সোমবার তেহরানে বলেছেন, ইসরাইলি আগ্রাসন ইরানের সার্বিক সামরিক সক্ষমতার কোনো ক্ষতি করতে পারেনি। #

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।