আরজি কর ধর্ষণ ও খুনের মামলা
সব পক্ষের রিপোর্ট জমা দেওয়ার পরও শুনানি শেষ হলো না সুপ্রিম কোর্টে
ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার মামলার শুনানি দুদিনে তিনবার পিছিয়ে আজ সুপ্রিম কোর্টে উঠলেও শুনানি শেষ হলো না। পরবর্তী শুনানি হবে ১১ নভেম্বর বলে জানালেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
বৃহস্পতিবার দুপুর ২টার পর প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি শুরুর আধঘণ্টার মধ্যে তা বন্ধ করে দেওয়া হল! সব পক্ষের রিপোর্ট জমা পড়ার পর তা খতিয়ে দেখলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এরপর বিচারপতিরা জানান, বিষয়টি সংবেদনশীল হওয়ায় প্রকাশ্যে আলোচনার মতো নয়। তাছাড়া শিয়ালদহ আদালতে চার্জ গঠন হয়েছে ১১ নভেম্বর বিচারও শুরু হবে। ওইদিনই ফের সুপ্রিম কোর্টও এই মামলার শুনানি হবে।
জানা গিয়েছে, এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি জেবি পার্দিওয়ালার বেঞ্চে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জাতীয় টাস্ক ফোর্সের কাজ নিয়েও একটি রিপোর্ট দেওয়া হয়েছে। সেসব খতিয়ে দেখেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তিনি মন্তব্য করেছেন, সিবিআইয়ের স্টেটাস রিপোর্টে বহু দুর্নীতির প্রমাণ মিলেছে।
আগামী ৪ সপ্তাহের মধ্য়ে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী রিপোর্ট জমা দেওয়ার জন্য। পাশাপাশি বিচারপতিরা জানান, জাতীয় টাস্ক ফোর্স নিয়ে রিপোর্টে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সচিবরাও নিজেদের মতামত হলফনামা আকারে জানাতে পারেন।
আজ সুপ্রিম কোর্টের শুনানিতে সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা উপস্থিত ছিলেন না।#
পার্সটুডে/জিএআর/৭