ইউক্রেনকে সহযোগিতা চালিয়ে যেতে ট্রাম্পের প্রতি ইউরোপীয় নেতাদের আহ্বান
(last modified Fri, 08 Nov 2024 09:59:00 GMT )
নভেম্বর ০৮, ২০২৪ ১৫:৫৯ Asia/Dhaka
  • ইউক্রেনকে সহযোগিতা চালিয়ে যেতে ট্রাম্পের প্রতি ইউরোপীয় নেতাদের আহ্বান

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতা অব্যাহত রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় নেতারা। তারা ইউরোপীয় মিত্রদের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এড়িয়ে চলার জন্যও ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী প্রায় ৫০ জন ইউরোপীয় নেতা এ আহ্বান জানিয়েছেন।  সোমবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বিজয়ী ঘোষিত হওয়ার একদিন পর ইউরোপীয় নেতাদের এ বৈঠকে অনুষ্ঠিত হলো।

এ ছাড়া, এ বৈঠক এমন সময় অনুষ্ঠিত হয় যখন ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ তার অর্থমন্ত্রীকে বরখাস্ত করার পর বৃহস্পতিবার দেশটির ক্ষমতাসীন জোট সরকারের পতন ঘটেছে। আমেরিকায় ট্রাম্প জয়ী হওয়ার কয়েক ঘণ্টা পর  জার্মানিতে এ রাজনৈতিক বিশৃঙ্খলার সূচনা হয়।

মার্কিন নির্বাচনে ট্রাম্পের বিজয় ইউরোপের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।  এর আগে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ে ট্রাম্পের প্রথম মেয়াদের বেশিরভাগ সময় ইউরোপের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ছিল উত্তেজনাপূর্ণ ও ভঙ্গুর। এবার তিনি নির্বাচনি প্রচারণায় সুস্পষ্টভাবে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ওয়াশিংটন আর ইউক্রেনকে সহায়তা দেবে না।

এছাড়া, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের প্রতি সমর্থন কমিয়ে দেয়া এবং যুক্তরাষ্ট্রে ইউরোপীয় রপ্তানি পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প।  ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেলসহ অন্যান্য ইউরোপীয় নেতারা বৃহস্পতিবারের বৈঠকে অন্তত ইউক্রেনের প্রতি সমর্থন চালিয়ে যেতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/৮