পূর্ণ মাত্রায় চলছে প্রতিশোধমূলক হামলা
প্রথমবারের মতো বড় ইসরাইলি বিমান ঘাঁটিতে হিজবুল্লাহ'র হামলা
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রথমবারের মতো ইহুদিবাদী ইসরাইলের একটি বড় বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এ হামলায় উল্লেখযোগ্য সংখ্যক রকেট ব্যবহার করা হয়েছে।
হিজবুল্লাহ মঙ্গলবার ঘোষণা করেছে, সংগঠনটি ইসরাইলের হাহোতরিম বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইসরাইলের বন্দরনগরী হাইফার দক্ষিণে অবস্থিত ওই ঘাঁটিটি লেবানন সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। হাহোতরিম ঘাঁটিতে সামরিক সরঞ্জাম, পরিবহণ খাতের উপকরণ ও একটি ইঞ্জিন তৈরির কারখানা রয়েছে।
হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলের স্পর্শকাতর গোয়েন্দা ঘাঁটিগুলোর পাশাপাশি অন্যান্য কৌশলগত অবস্থানে প্রতিশোধমূলক হামলা চালানোর লক্ষ্যে খায়বার সিরিজের যে অভিযান শুরু করা হয়েছিল তারই অংশ হিসেবে মঙ্গলবারের এ হামলা চালানো হয়েছে।
এর পাশাপাশি ইসরাইলের হুনিন ব্যারাকে অবস্থিত রামিম ব্রিগেডের কমান্ড সেন্টারে এক ঝাঁক ড্রোন দিয়ে হামলা চালানোর ঘোষণা দিয়ে হিজবুল্লাহ বলেছে, তাদের ড্রোনগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
একইসঙ্গে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরাইলের আক্কা শহরের উত্তরে অবস্থিত শ্রাজা ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। তেলআবিবের দক্ষিণে অবস্থিত তেল নোফ বিমান ঘাঁটিতেও মঙ্গলবার হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহর রকেট হামলায় নাহারিয়া এলাকায় দুই ইহুদিবাদী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। তবে অন্যান্য স্থানের ক্ষয়ক্ষতির বিবরণ ইসরাইল প্রকাশ করেনি।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় গণহত্যা চালানোর পাশাপাশি লেবাননের ওপরও আগ্রাসন শুরু করে ইহুদিবাদী ইসরাইল। ওই আগ্রাসন গত সেপ্টেম্বর থেকে মারাত্মক আকার ধারণ করে। বিগত এক বছরে লেবাননের ওপর ইসরাইলি আগ্রাসনে অন্তত ৩,০০০ মানুষ শহীদ হন। #
পার্সটুডে/এমএমআই/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।