আবারো বিপর্যয়ে গোলানি ব্রিগেড
হিজবুল্লাহর সাথে ভয়াবহ বন্দুকযুদ্ধে ইসরাইলের ছয় সেনা নিহত
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে বন্দুকযুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের আরো ৬ সেনা নিহত হয়েছে।
ইসরাইলের বর্বর সামরিক বাহিনী গতকাল (বুধবার) এসব সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। দখলদার সেনারা দক্ষিণ লেবাননে প্রবেশের চেষ্টা করলে দুপক্ষের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ শুরু হয়।
ইসরাইলের গণমাধ্যম বলছে, লেবাননে স্থল আগ্রাসন চালাতে গিয়ে এ পর্যন্ত ইসরাইল যে বিপর্যয়ের মুখে পড়েছে তার মধ্যে গতকাল ছিল ইসরাইলের জন্য অন্যতম রক্তক্ষয়ী দিন।
নিহত ৬ সেনার মধ্যে একজন ক্যাপ্টেন পদ মর্যাদার বাকি ৫ জন স্টাফ সার্জেন্ট ও সার্জেন্ট। এদের সবার বয়স ১৯ থেকে ২২ বছরের মধ্যে। নিহত সেনারা সবাই ইসরাইলের গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নের সদস্য ছিল।
এদিকে, গতকাল হিজবুল্লাহ যোদ্ধারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবে হামলা চালিয়েছে। এর মধ্যদিয়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহ যোদ্ধারা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের সূচনা করলো।
হিজবুল্লাহ জানিয়েছে, তারা ১২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে। প্রেস টিভি বলছে, হিজবুল্লাহ যোদ্ধারা গতকাল তেল আবিবে ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়, ইসরাইলি বর্বর সামরিক বাহিনীর জেনারেল স্টাফের কার্যালয় এবং যুদ্ধ ব্যবস্থাপনা ও বিমান বাহিনীর কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন অথরিটির অবস্থানে হামলা চালায়।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৪