‘ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিণতি ইসরাইলের জানা আছে’
(last modified Sun, 17 Nov 2024 10:29:01 GMT )
নভেম্বর ১৭, ২০২৪ ১৬:২৯ Asia/Dhaka
  •  ‘ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিণতি ইসরাইলের জানা আছে’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের পরমাণু স্থাপনাসহ ইরানের ওপর আবার হামলার পরিণতি কী হবে তা ইহুদিবাদী ইসরাইল ভালোভাবেই জানে।

তিনি সুস্পষ্ট করে বলেন, “যখনই ইসরাইল ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে, আমরা তাৎক্ষণিকভাবে তার সমানুপাতিক ব্যবস্থা নেব।”

গতকাল (শনিবার) একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন আব্বাস আরাকচি। তার এই সাক্ষাৎকার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রকৃতপক্ষে তারা জানে আমাদের পরমাণু স্থাপনায় হামলা হলে তার পরিণতি কী হবে।”

বিভিন্ন দেশের সাম্প্রতিক সফর সম্পর্কে আব্বাস আরাকচি বলেন, ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রেক্ষাপটে এ সমস্ত সফর অনুষ্ঠিত হয়েছে। এসব সফরে সুস্পষ্টভাবে প্রতিরোধ যোদ্ধাদের প্রতি ইরানের অব্যাহত সমর্থনের কথা জানানো হয়েছে; পাশাপাশি ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে একথাও জানিয়েছে যে, তেহরান তার লক্ষ্য এবং আদর্শ থেকে সরে আসবে না। 

তিনি আরো বলেন, প্রতিরোধ যোদ্ধাদের ভাব-মর্যাদা এবং সক্ষমতা নিয়ে ইহুদিবাদী ইসরাইল ও তার মিত্ররা যে মিথ্যা প্রচারণা চালাচ্ছিল সেগুলোকে বানচাল করতে এসব সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ যে ইরানের-বিরোধী প্রস্তাব পাস করেছে সে সম্পর্কে আরাকচি বলেন, নিশ্চিতভাবে এর বিরুদ্ধে ইরান ব্যবস্থা নেবে এবং তাতে এই সংস্থা খুশি হতে পারবে না।#

পার্সটুডে/এসআইবি/১৭ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।