হিজবুল্লাহর মুখপাত্র আফিফকে হত্যার তীব্র নিন্দা জানাল আইআরজিসি
(last modified Tue, 19 Nov 2024 03:42:05 GMT )
নভেম্বর ১৯, ২০২৪ ০৯:৪২ Asia/Dhaka
  • হিজবুল্লাহর মুখপাত্র আফিফকে হত্যার তীব্র নিন্দা জানাল আইআরজিসি

লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মুখপাত্রকে হত্যা করার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

লেবাননের রাজধানী বৈরুতে সিরিয়ার বাথ পার্টির দপ্তরে রোববার ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মাদ আফিফ শহীদ হন। বৈরুতের ঘনবসতিপূর্ণ রাস আল-নাবা এলাকায় হিজবুল্লাহর মুখপাত্রকে টার্গেট করেই মূলত হামলাটি চালানো হয়।

এ সম্পর্কে আইআরজিসি তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, নিঃসন্দেহে, দখলদার বাহিনীর এই অপরাধযজ্ঞ সত্য ও স্বচ্ছতার বিরুদ্ধে আক্রমণ যা হিজবুল্লাহর প্রতিরোধ ও দৃঢ়তার কণ্ঠস্বরের বিশ্বব্যাপী বিস্তারকে ব্যাহত করবে না।  এতে আরও বলা হয়, এই জঘন্য অপরাধ হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে ঘৃণা ও প্রতিশোধের অনুভূতিকে গভীর করার পাশাপাশি ইহুদিবাদীদের মধ্যে ভীতি সৃষ্টি করবে।

আইআরজিসি আরও বলেছে যে, হিজবুল্লাহর মুখপাত্র আফিফ বর্তমান সংবেদনশীল ও নির্ধারক সন্ধিক্ষণে বিচক্ষণ ভূমিকা পালন করেছেন।  বিশেষ করে তিনি ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলন হামাসকে সমর্থন করতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিরোধ যোদ্ধাদের দৃঢ় ইচ্ছাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন।

মোহাম্মাদ আফিফ দীর্ঘদিন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর গণমাধ্যম বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। এছাড়া, আফিফ বেশ কয়েক বছর হিজবুল্লাহ পরিচালিত আল-মানার টিভির প্রধান ছিলেন এবং সর্বশেষ তিনি হিজবুল্লাহর গণমাধ্যম অধিদপ্তরের প্রধানের দায়িত্ব পালন করছিলেন।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।