ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর রেকর্ড সংখ্যক হামলা: ৪০ লাখ ইহুদিবাদী আশ্রয়কেন্দ্রে
(last modified Tue, 26 Nov 2024 03:52:19 GMT )
নভেম্বর ২৬, ২০২৪ ০৯:৫২ Asia/Dhaka
  • ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর রেকর্ড সংখ্যক হামলা: ৪০ লাখ ইহুদিবাদী আশ্রয়কেন্দ্রে

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে একটি নির্দিষ্ট দিনে রেকর্ড সংখ্যক হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গতকাল হিজবুল্লাহ একদিনে ইসরাইলের বিরুদ্ধে ৫১টি অভিযান চালিয়েছে বলে প্রতিরোধ ফ্রন্টের সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো জানিয়েছে।

এর আগে গত মাসে হিজবুল্লাহ একদিনের সর্বোচ্চ ৪৮টি অভিযান চালিয়েছিল।

সোমবার হিজবুল্লাহর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের ১৫০ কিলোমিটার গভীরে গিয়ে অ্যাশদোদ নৌঘাঁটিতে আঘাত হানে। এছাড়া, তেল আবিবের দক্ষিণে অবস্থিত পালমাচিম সেনা ঘাঁটিতেও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র পৌঁছাতে সক্ষম হয়।

এসব হামলায় ৩৫০টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এবং এ সময় ইসরাইলের বিভিন্ন শহরে ৫৪৩ বার সাইরেন বেজে ওঠে। ফলে প্রায় ৪০ লাখ ইহুদিবাদী আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যায়। এসব রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যদিও সেসব ক্ষতির বিবরণ তেল আবিব প্রকাশ করেনি।  

তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোরও খবর দিয়েছে হিজবুল্লাহ। সেইসঙ্গে হাইফা নৌ ঘাঁটি, আক্কা শহরের গ্লিলট ও শ্রাগা সামরিক ঘাঁটি এবং সাফাদ শহরের দাদো সেনা ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন।

সোমবার হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরাইলে অবস্থিত অবৈধ ইহুদি বসতিগুলি লক্ষ্য করেও রকেট হামলা চালিয়েছেন। যেসব বসতিতে হামলা চালানো হয়েছে সেসবের মধ্যে রয়েছে কিরিয়াত শমোনা, মেটুল্লা, মানারা, সাফাদ, মালত-তারশিহা, মেরন ও আভিভিম।

ইসরাইলে আক্রমণ চালানোর পাশাপাশি দক্ষিণ লেবানন ইহুদিবাদী সেনাদের স্থল আগ্রাসন প্রতিহত করার কাজেও বেশ সাফল্য দেখিয়েছে হিজবুল্লাহ। তারা ছয়টি ইসরাইলি মেরকাভা ট্যাংক ধ্বংস করেছে; এর মধ্যে একটি অভিযানেই ধ্বংস হয়েছে তিনটি ট্যাংক। ইহুদিবাদী সেনারা বাইয়াদা ও খিয়াম গ্রাম থেকে পিছু হটে যেতে বাধ্য হয়েছে। #

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।