গাজায় যুদ্ধবিরোধী প্রস্তাবে ভেটো দিয়ে যুক্তরাষ্ট্র নিজের গ্রহণযোগ্যতা নষ্ট করেছে: রাশিয়া।
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরেকটি প্রস্তাবে ভেটো দিয়ে মার্কিন সরকার নিজের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরো নষ্ট করেছে বলে মন্তব্য করেছে রাশিয়া।
নিরাপত্তা পরিষদের ১০ অস্থায়ী সদস্য দেশের তৈরি করা প্রস্তাবটিতে আমেরিকা ভেটো দেয়ার পর সোমবার জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত দিমিত্রি পোলিন্সকি এ মন্তব্য করেন। তিনি বলেন, জাতিসংঘের সাধারণ ও নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্য দেশের মতামতের বিপক্ষে গিয়ে আমেরিকা তার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে।
রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মধ্যপ্রাচ্য বিষয়ক কাজে বাধা সৃষ্টি করার এই প্রচেষ্টার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন নিজের গ্রহণযোগ্যতায় যে কলঙ্ক কালিমা লেপন করেছে তা কখনও মুছে যাবে না।
তবে আমেরিকার বাধা সত্ত্বেও গাজা উপত্যকায় ভয়াবহ রক্তপাত বন্ধ করার জন্য রাশিয়া চেষ্টা চালিয়ে যাবে বলেও তিনি প্রত্যয় জানান।
গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতি চায় চীন
এদিকে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং অবিলম্বে গাজা উপত্যকায় নিঃশর্ত যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন ভেটোর তীব্র নিন্দা জানিয়ে বলেন, এর ফলে অবরুদ্ধ ওই উপত্যকায় আরো বহু মানুষের প্রাণহানি ঘটবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১০ অস্থায়ী নির্বাচিত সদস্যদেশ আলজেরিয়া, ইকুয়েডর, জাপান, মোজাম্বিক, মাল্টা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড ও গায়ানা সম্প্রতি গাজা উপত্যকায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে।
গত বুধবার প্রস্তাবটির পক্ষে নিরাপত্তা পরিষদের স্থায়ী-অস্থায়ী মিলিয়ে ১৪ দেশই ভোট দেয়া সত্ত্বেও ইসরাইলের প্রধান দোসর আমেরিকা ভেটো ক্ষমতা প্রয়োগ করে। গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি ভয়াবহ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ নিয়ে চতুর্থবার যুদ্ধবিরতির প্রস্তাব ভেটো দিয়ে আটকে দিল আমেরিকা।#
পার্সটুডে/এমএমআই/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।