বৈরুতের বোমা হামলার মোকাবেলায় তেল আবিবের বোমা হামলা
৭ অক্টোবরের আগেই ইসরাইলের যুদ্ধ পরিকল্পনার কথা ফাঁস
পার্সটুডে-ইহুদিবাদীদের প্রতি হিজবুল্লাহর সতর্কবার্তা, লেবানন থেকে দখলদার ইসরাইলে ৩৪০টি রকেট নিক্ষেপ, তেল আবিবে সতর্কীকরণ সাইরেন সক্রিয় করা এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের আগে ইসরাইলের গাজা আক্রমণের পরিকল্পনা সম্পর্কে টিভি চ্যানেল-১২'র স্বীকারোক্তি ইত্যাদি গাজা ও লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ কিছু পরিস্থিতি।
পার্সটুডে আরও জানায়, লেবাননের হিজবুল্লাহ 'বৈরুতের বোমা হামলার বিরুদ্ধে তেল-আবিবের বোমা হামলা' ক্যাপশন দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে লেবাননের রাজধানী বৈরুতকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে যাবার বিষয়ে ইহুদিবাদীদের সতর্ক করা হয়েছে।
এই বার্তাটি প্রকাশের সাথে সাথে লেবাননের ইসলামী প্রতিরোধ নিজস্ব অস্ত্র দিয়ে বেশ কয়েক দফা তেল আবিবকে লক্ষ্যবস্তু করেছে।
লেবানন থেকে ইসরাইলে ৩৪০টি রকেট নিক্ষেপ করা হয়েছে
ইহুদিবাদী সেনা রেডিও ঘোষণা করেছে গতকাল (রবিবার) থেকে দখলদার ইসরাইল অভিমুখে ৩৪০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। দখলকৃত ইসরাইল ভূখণ্ডে ৫০০ বারের বেশি সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।
ইহুদিবাদী সূত্রগুলো জানিয়েছে, গতকাল থেকে আজ সোমবার পর্যন্ত লেবাননের ইসলামি প্রতিরোধের রকেট হামলার আশঙ্কায় প্রায় ৪০ লক্ষ বসতি স্থাপনকারী ইসরাইলের বিভিন্ন অঞ্চল থেকে লুকিয়ে আশ্রয়কেন্দ্রে চলে গেছে।
ফিলিস্তিনি উদ্বাস্তুদের তাঁবুতে প্রবেশ করছে সাগরের পানি
এদিকে গাজা উপত্যকায় প্রবল বর্ষণের ঘটনায় সাগরের পানি ঢুকে পড়েছে ফিলিস্তিনি শরণার্থীদের তাঁবুতে। উপকূলের কিছু অংশে সাগরের পানি প্রবেশ করায় দক্ষিণের দেইর আল-বালাহ এবং খান ইউনূসের উপকূলীয় বহু তাঁবু ডুবে গেছে।
গাজা শহরের ইয়ারমুক স্টেডিয়ামে বসবাসকারী উদ্বাস্তুরাও অন্যান্য শরণার্থীদের তুলনায় ভালো অবস্থায় নেই। বৃষ্টি ও ঝড় তাদের তাঁবুগুলোকেও ধ্বংস করেছে।
তেল আবিবে সতর্কতা সাইরেন সক্রিয় করা হয়েছে।
মেহের বার্তা সংস্থা জানিয়েছে তেলআবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেই শহরে সতর্কতামূলক সাইরেনের আওয়াজ শোনা গেছে। ইহুদিবাদী গণমাধ্যমগুলো ইসরাইলের প্রাণকেন্দ্রে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর দিয়েছে।
ইহুদিবাদী মিডিয়া: ইসরাইল ৭ই অক্টোবরের আগে গাজায় হামলার পরিকল্পনা করেছিল
ইহুদিবাদী টিভি চ্যানেল-১২ একটি প্রতিবেদনে ফাঁস করে দিয়েছে যে, ৭ অক্টোবর ২০২৩ এর আগে গাজা উপত্যকায় ব্যাপক হামলার পরিকল্পনা ইসরাইলের ছিল।
এই প্রতিবেদনে চ্যানেলটি আরও জানিয়েছে, ৭ অক্টোবর ২০২৩-এ আল-আকসা ঝড় অভিযান শুরুর আগে, ইসরাইলি সরকার গাজা উপত্যকায় ব্যাপক হামলার পরিকল্পনা করেছিল এবং ইয়াহিয়া সানওয়ার সহ হামাসের পদস্থ সকল নেতাকে হত্যা করার পরিকল্পনা করেছিল।
ইহুদিবাদী চ্যানেল ১২-এর প্রতিবেদন প্রমাণ করছে, হামাস আন্দোলন আল-আকসা অভিযানের মধ্য দিয়ে ওই সরকারের সমস্ত পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।#
পার্সটুডে/এনএম/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।