ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইরানের আলোচনায় জার্মানিও যুক্ত হবে: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/event-i144220-ব্রিটেন_ফ্রান্স_ও_জার্মানির_সঙ্গে_ইরানের_আলোচনায়_জার্মানিও_যুক্ত_হবে_মুখপাত্র
ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিসহ আরো কিছু ইস্যুতে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে তেহরানের আলোচনায় জার্মানিও যুক্ত হবে বলে ঘোষণা করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৬, ২০২৪ ১০:০১ Asia/Dhaka
  • ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইরানের আলোচনায় জার্মানিও যুক্ত হবে: মুখপাত্র

ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিসহ আরো কিছু ইস্যুতে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে তেহরানের আলোচনায় জার্মানিও যুক্ত হবে বলে ঘোষণা করেছে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টিয়ান ওয়াগনার রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের পরমাণু ইস্যুর পাশাপাশি আরো কিছু বিষয় নিয়ে সম্ভাব্য আলোচনায় জার্মানি যোগ দেবে বলে আমি নিশ্চিত করছি। তবে তিনি সম্ভাব্য এ আলোচনার সময় বা স্থান জানাননি।

তবে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতে রাভাঞ্চি তিন ইউরোপীয় দেশের সঙ্গে উপ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা করতে নরওয়ের রাজধানী অসলোয় পৌঁছেছেন বলে খবর পাওয়া গেছে।

এর আগে ইরান তিন ইউরোপীয় দেশ- ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে গাজা পরিস্থিতি এবং পরমাণু কর্মসূচি নিয়ে কথা বলবে বলে জানিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি। 

গত বৃহস্পতিবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র বোর্ড অব গভর্নরদের বৈঠকে এই তিন ইউরোপীয় দেশের আনা একটি প্রস্তাব পাস হয়। জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবটিতে দাবি করা হয়, তেহরান আইএইএ’কে ঠিকমতো সহযোগিতা করছে না। প্রস্তাবে আগামী বছরের শরতের মধ্যে ইরানের সর্বশেষ পরমাণু তৎপরতা সম্পর্কে একটি বিস্তারিত ও পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়।

ওই প্রস্তাবের ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইরান। দেশটির আণবিক শক্তি সংস্থার ডেপুটি চেয়ারম্যান বেহরুজ কামালবান্দি শুক্রবার বলেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে নতুন সিরিজের অত্যাধুনিক সেন্ট্রিফিউজ স্থাপন করা হবে। তিনি সাফ জানিয়ে দেন, “ওই প্রস্তাব পাসের পর আমরা তাৎক্ষণিকভাবে আমাদের প্রতিকারমূলক ব্যবস্থা শুরু করেছি। আমরা উল্লেখযোগ্যভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা বাড়াব।”#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।