রাশিয়ার গভীরে ইউক্রেনীয় হামলার জবাব দেবে মস্কো 
(last modified Wed, 27 Nov 2024 06:17:43 GMT )
নভেম্বর ২৭, ২০২৪ ১২:১৭ Asia/Dhaka
  • ইউক্রেনকে দেয়া একটি বিশেষ মার্কিন (ATACMS) ক্ষেপণাস্ত্র
    ইউক্রেনকে দেয়া একটি বিশেষ মার্কিন (ATACMS) ক্ষেপণাস্ত্র

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেন সম্প্রতি রাশিয়ার গভীরে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যে হামলা চালিয়েছে তার জবাব দেবে মস্কো। 

রাশিয়ার রোসিয়াস্কিয়া গেজেটা পত্রিকাকে আজ (বুধবার) ল্যাভরভ একথা বলেন। তিনি বলেন, “আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ার ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলাকে সংঘাত বাড়ানোর পদক্ষেপ বলে আমরা মনে করি। আমরা যত রকমের হুঁশিয়ারি দিয়েছি তা উপেক্ষা করার অগ্রহণযোগ্য পদক্ষেপ অবশ্যই উপযুক্ত জবাব পাবে।”

ল্যাভরভ বলেন, রাশিয়ার নাগরিক এবং অবকাঠামোর ওপর হামলার পিছনে যারা জড়িত তারা "উপযুক্ত শাস্তির" সম্মুখীন হবে। তিনি বলেন, "শত্রুদের কাছ থেকে আসা কোন হামলাই আমাদের লক্ষ্যচ্যুত করতে পারবে না।"

ল্যাভরভ অঙ্গীকার ব্যক্ত করেন, রাশিয়ার বিরুদ্ধে যেকোন নিরাপত্তা হুমকি নস্যাৎ করবে মস্কো। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগদানের বিষয়ে ইউক্রেনের আকাঙ্ক্ষাকেও রাশিয়া নিজের জন্য হুমকি বলে মনে করে।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বলেছে, ইউক্রেন গত ২৩ ও ২৫ নভেম্বর আমেরিকার সরবরাহ করা দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। রুশ সামরিক বাহিনী বলছে, ইউক্রেনের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।