‘ফিলিস্তিনিদের রক্ষা ও আঞ্চলিক শান্তির জন্য ইসরাইলের পতন চায় হামাস’
(last modified Tue, 26 Nov 2024 14:45:13 GMT )
নভেম্বর ২৬, ২০২৪ ২০:৪৫ Asia/Dhaka
  • ‘ফিলিস্তিনিদের রক্ষা ও আঞ্চলিক শান্তির জন্য ইসরাইলের পতন চায় হামাস’

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের লেবানন প্রতিনিধি ও পলিটব্যুরোর সদস্য ওসামা হামদান বলেছেন, তার সংগঠন ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে এবং আঞ্চলিক শান্তি অর্জনের জন্য ইহুদিবাদী ইসরাইল সরকারের ধ্বংস চায়। তিনি জোর দিয়ে বলেন, গাজা উপত্যকা এবং লেবাননে গণহত্যা দখলদারদের পতনের পথ প্রশস্ত করেছে।

গতকাল (সোমবার) ওসামা হামদান লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ইসরাইল গাজায় আগ্রাসন চালিয়ে তার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে এবং যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে এখন তারা আলোচনার মাধ্যমে তা অর্জনের চেষ্টা করছে।

হামদান উল্লেখ করেন, “গাজায় পাঁচ দিনের যুদ্ধবিরতির আলোচনায় ফিলিস্তিনিদের দাবি পূরণ হবে না বরং ইসরাইল আবারো আগ্রাসন চালাবে। আমরা আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে চাইছি।"

তিনি বলেন, প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক বন্দীদের পুনরুদ্ধার করতে চায় ইসরাইল। পরবর্তীতে সাদা পতাকা উড়াবে এবং তারপর সিদ্ধান্ত নেবে তারা যুদ্ধ শেষ করতে চায় কি না।" অন্যদিকে, আমরা ইসরাইলি সত্তাকে সরিয়ে দিয়ে আমাদের জনগণকে কৌশলগতভাবে রক্ষার চেষ্টা করছি যাতে এই অঞ্চল নিরাপত্তা ও শান্তির সাথে বসবাস করতে পারে।”

হামাদান জোর দিয়ে বলেন "লেবাননে যুদ্ধবিরতির যেকোনো ঘোষণা আমাদের খুশি করে। হিজবুল্লাহ আমাদের জনগণের পাশে দাঁড়িয়েছিল এবং তারা বিরাট ত্যাগ স্বীকার করেছে।"#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন