হিজবুল্লাহর হামলায় ইসরাইলি ক্ষয়ক্ষতি অকল্পনীয়: হিব্রু গণমাধ্যম
(last modified Wed, 27 Nov 2024 04:17:59 GMT )
নভেম্বর ২৭, ২০২৪ ১০:১৭ Asia/Dhaka
  • হিজবুল্লাহর হামলায় ইসরাইলি অবকাঠামোর ক্ষয়ক্ষতি
    হিজবুল্লাহর হামলায় ইসরাইলি অবকাঠামোর ক্ষয়ক্ষতি

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ২০২৩ সালের অক্টোবর থেকে উত্তর ইসরাইলের অবৈধ ইহুদি বসতি, সামরিক ঘাঁটি ও অবকাঠামোগুলো উল্লেখযোগ্য মাত্রায় ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যমগুলো স্বীকার করেছে।

হিব্রু ভাষার গণমাধ্যমগুলো জানিয়েছে, যে দুঃখজনক আংশিক চিত্র পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে, মূলত হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরাইলের আনুমানিক ৯,০০০ ভবন ও অন্তত ৭,০০০ গাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইলি দৈনিক ইয়েদিয়োথ আহরোনথ লিখেছে, সংঘাতের ফ্রন্টলাইনে থাকা বসতিগুলোতে এমন কোনো ভবন নেই যেটির মেরামত বা পুনর্নির্মাণের প্রয়োজন নেই।

হিব্রু গণমাধ্যমগুলোর রিপোর্টে বলা হচ্ছে, কিরিয়াত শমোনা, মানারা, স্টুলা, জারিত, নাহারিয়া ও স্লোমির মতো ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর ও বসতিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রিপোর্টে বলা হচ্ছে, ধ্বংসের প্রকৃত মাত্রা কল্পনার চেয়ে অনেক বেশি।

কিরিয়াত শমোনা শহরের মেয়র অ্যাভিচাই স্টার্ন বলেছেন, শহরের ‘অকল্পনীয়’ ক্ষতি হয়েছে। বসতির প্রতিটি বাড়িই মেরামত করতে  হবে যার জন্য বহু মাস সময় লাগবে। এখন পর্যন্ত উত্তর ইসরাইলের অধিবাসীদের তাদের ঘরবাড়িতে ফেরত আসার মতো পরিস্থিতি তৈরি  হয়নি।

মেতুল্লা বসতির প্রধান ডেভিড অ্যাজুলাই জানিয়েছেন, হিজবুল্লাহর হামলায় সেখানকার ৭০% বাড়ি ধ্বংস হয়েছে। ফ্রন্ট লাইনের বসতিগুলোর সম্মিলিত ফোরামের চেয়ারম্যান মোশে ডেভিডোভিজ বলেছেন, যুদ্ধে কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং যুদ্ধ শেষ হলে কী করতে হবে সে সম্পর্কে ইসরাইল সরকারের কোনো ধারনা নেই।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।