আন্তর্জাতিক আদালত থেকে যুদ্ধাপরাধী ঘোষিত নেতানিয়াহুর ঘোষণা
হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি: লেবাননে আগ্রাসন বন্ধে সম্মত ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শেষ পর্যন্ত লেবাননে আগ্রাসন বন্ধ করতে রাজি হয়েছেন। আমেরিকা ও ফ্রান্সের পক্ষ থেকে প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে নিজের যুদ্ধকালীন মন্ত্রিসভায় আলোচনার পর মঙ্গলবার রাতে নিজের এ সিদ্ধান্তের কথা জানান নেতানিয়াহু।
ইসরাইলি ১২ নম্বর টিভি চ্যানেল জানিয়েছে, লেবাননে দুই মাসের ব্যাপক হামলার পর মন্ত্রিসভা যুদ্ধবিরতি অনুমোদন করেছে। আমেরিকা ও ফ্রান্স আজ (বুধবার) যৌথভাবে যুদ্ধবিরতির কথা ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে।
লেবাননের পার্লামেন্টেও আজ (বুধবার) যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে আলোচনাা হবে।
মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে নেতানিয়াহু দাবি করেন, যুদ্ধবিরতিতে তেল আবিবের হাত উন্মুক্ত থাকবে। হিজবুল্লাহ যদি চুক্তি লঙ্ঘন করে তাহলে ইসরাইল আবার লেবাননে আঘাত হানবে।
আন্তর্জাতিক ফৌজদারি আদালত থেকে যুদ্ধাপরাধী ঘোষিত নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির অর্থ হচ্ছে, এখন আমরা ‘ইরানি হুমকির’ দিতে মনোনিবেশ করতে পারব। ইসরাইল গোটা অঞ্চলের চেহারা পরিবর্তন করে দিতে যাচ্ছে বলেও তিনি দাবি করেন।
হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ফলে ইসরাইলি সেনারা বিশ্রাম নিতে এবং গাজা উপত্যকায় আরো বেশি মনযোগ দিতে ও হামাসের ওপর ব্যাপকভাবে চাপ প্রয়োগ করতে পারবে বলে দাবি করেন ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী।
তবে নেতানিয়াহু যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেও দক্ষিণ লেবানন ও রাজধানী বৈরুতের ওপর মঙ্গলবার ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার সেনারা।
নেতানিয়াহু এমন সময় যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন যখন হিজবুল্লাহ এর আগে বলেছিল, যেকোন যুদ্ধবিরতি চুক্তি মেনে নেয়ার পূর্বশর্ত থাকবে ইসরাইলি আগ্রাসন পুরোপুরি বন্ধ ও লেবাননের সার্বভৌমত্ব রক্ষা করা। সেইসঙ্গে দক্ষিণ লেবানন থেকে ইহুদিবাদী সেনাদের পুরোপুরি প্রত্যাহার করতে এবং সেখানে লোবননের সেনবাহিনী মোতায়েন করতে হবে।
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বু হাবিব বলেছেন, ইসরাইলি বাহিনী সরে যাওয়ার পর দক্ষিণ লেবাননে অন্তত ৫,০০০ সৈন্য মোতায়েন করার প্রস্তুতি নিয়েছে বৈরুত। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করে ইসরাইলি আগ্রাসন বন্ধে ব্যবস্থা গ্রহণ করা জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। #
পার্সটুডে/এমএমআই/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।