ইসরাইলকে যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলতে হবে: লেবাননের প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i144298-ইসরাইলকে_যুদ্ধবিরতি_চুক্তি_পুরোপুরি_মেনে_চলতে_হবে_লেবাননের_প্রধানমন্ত্রী
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে সম্প্রতি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলতে হবে। তিনি বুধবার বৈরুতে এক বক্তৃতায় বলেন, “আমি যুদ্ধবিরতির চুক্তির পুরোপুরি বাস্তবায়ন চাই। সকল এলাকা থেকে সেনা প্রত্যাহার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব বাস্তবায়ন করতে হবে।”
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ২৮, ২০২৪ ১০:৪৫ Asia/Dhaka
  • ইসরাইলকে যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলতে হবে: লেবাননের প্রধানমন্ত্রী

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে সম্প্রতি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলতে হবে। তিনি বুধবার বৈরুতে এক বক্তৃতায় বলেন, “আমি যুদ্ধবিরতির চুক্তির পুরোপুরি বাস্তবায়ন চাই। সকল এলাকা থেকে সেনা প্রত্যাহার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব বাস্তবায়ন করতে হবে।”

২০০৬ সালে দক্ষিণ লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে ৩৩ দিনের যুদ্ধ অবসানের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে প্রস্তাব অনুমোদন করেছিল সেটি ১৭০১ নম্বর প্রস্তাব নামে পরিচিত।

সম্প্রতি লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হাজার হাজার সফল অভিযানে দিশেহারা হয়ে তেল আবিব এই সংগঠনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হওয়ার পর বুধবার এ কঠোর বার্তা দিলেন নাজিব মিকাতি।

লেবাননের প্রধানমন্ত্রী দেশটির বেসামরিক নাগরিক এবং কর্মকর্তাদের প্রতি রাষ্ট্র গঠনের কাজে মনযোগ দেয়ার আহ্বান জানান। ইসরাইলের চাপিয়ে দেয়া যুদ্ধের কঠিন দিনগুলোতে লেবাননের জনগণেরর মধ্যে ঐক্য বজায় ছিল বলে তিনি সবার ভূয়সী প্রশংসা করেন। মিকাতি বলেন, “অনেকেই মতবিরোধ উস্কে দেয়ার চেষ্টা করা সত্ত্বেও আমি নাগরিকদের একে অপরকে আলিঙ্গন করতে দেখেছি।”

এর আগে আমেরিকার মধ্যস্থতায় মঙ্গলবার হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি দিয়ে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত হয় ইহুদিবাদী ইসরাইল।  বুধবার সকাল থেকে ওই যুদ্ধবিরতি কার্যকর হয়। দুই মাস মেয়াদি যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে, ৬০ দিনের অন্তর্বর্তী সময়সীমার মধ্যে ইসরাইলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেবে। সেখানে লেবাননের সরকারি বাহিনীর পাঁচ হাজার সেনা মোতায়েন থাকবে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকার ওপর ভয়াবহ আগ্রাসন শুরু করে ইহুদিবাদী ইসরাইল।  গাজা নিয়ন্ত্রণকারী ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সেদিন থেকেই ইসরাইলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তাদের হামলায় উত্তর ইসরাইলের অন্তত ৬০ হাজার ইহুদিবাদী অভিবাসী বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া, গোটা ইসরাইল জুড়ে হিজবুল্লাহর সাম্প্রতিক হামলায় দিশেহারা হয়ে পড়েছিল তেল আবিব। #

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।