ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান: এরদোগানের আহ্বান
(last modified Fri, 29 Nov 2024 13:26:17 GMT )
নভেম্বর ২৯, ২০২৪ ১৯:২৬ Asia/Dhaka
  • রজব তাইয়েব এরদোগান
    রজব তাইয়েব এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। তুরস্কের ইস্তাম্বুল শহরে আজ (শুক্রবার) অনুষ্ঠিত ‘গাজার ভবিষ্যৎ’ বিষয়ক আন্তর্জাতিক মানবিক সম্মেলনে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

ভিডিও বার্তায় এরদোগান গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের হত্যাকাণ্ডের জবাবে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ ও যৌথ পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন। প্রেসিডেন্ট এরদোগান বলেন, প্রায় পঞ্চাশ হাজার ফিলিস্তিনি ভাই-বোন গাজা উপত্যকায় শাহাদাতবরণ করেছেন যার বেশিরভাগই শিশু ও নারী। এছাড়া, ফিলিস্তিনের বেসামরিক জনগণকে লক্ষ্য করে চালানো ইহুদিবাদী ইসরাইলের সরাসরি বিমান হামলায় এক লাখের বেশি মানুষ আহত হয়েছেন। 

অন্যদিকে, লেবাননে ইসরাইলের আগ্রাসনে সাড়ে তিন হাজার মানুষ শহীদ হয়েছেন। ইসরাইলের হামলায় উপসনালয়, স্কুল, হাসপাতাল এবং সব ধরনের বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। ইসরাইলের এই আগ্রাসনের মুখে ফিলিস্তিনি ভাইবোনদের জন্য পূর্ণাঙ্গ সংহতি নিয়ে তুরস্ক তাদের পাশে রয়েছে। 

তুর্কি প্রেসিডেন্ট বলেন, গত এক বছরের বেশি সময়ে তুরস্ক ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে ৮৬ হাজার টন সহযোগিতা ত্রাণ দিয়েছে এবং যেসব দেশ ফিলিস্তিনকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে তাদের মধ্যে তুরস্ক অন্যতম।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৯