ইসরাইল চলমান যুদ্ধের প্রতিটি ফ্রন্টে পরাজিত হয়েছে: হিজবুল্লাহ মহাসচিব
(last modified Sat, 30 Nov 2024 04:46:35 GMT )
নভেম্বর ৩০, ২০২৪ ১০:৪৬ Asia/Dhaka
  • নাঈম কাসেম
    নাঈম কাসেম

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরাইল চলমান যুদ্ধের প্রতিটি ফ্রন্টে পরাজিত হয়েছে।  তেল আবিব আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের সর্বাত্মক সমর্থন পাওয়া সত্ত্বেও প্রতিরোধ যোদ্ধারা এই বিজয় ছিনিয়ে আনতে পেরেছেন বলে তিনি মন্তব্য করেন।

শেখ নাঈম কাসেম শুক্রবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, আমরা বহুবার বলেছি, আমরা যুদ্ধ করতে চাই না বরং আমাদের লক্ষ্য গাজা উপত্যকাকে পৃষ্ঠপোষকতা দেয়া। এখনও যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয় আমরা তার জন্য প্রস্তুত রয়েছি বলে তিনি মন্তব্য করেন।

হিজবুল্লাহর মহাসচিব বলেন, ৬৪ দিন আগে ইহুদিবাদী সেনারা দক্ষিণ লেবাননে ভয়াবহ স্থল  আগ্রাসন শুরু করে। ইসরাইল ওই আগ্রাসনের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে। হিজবুল্লাহকে ধ্বংস করা, উত্তর ইসরাইলের ইহুদিবাদীদেরকে তাদের ঘরবাড়িতে ফেরত আনা এবং নয়া মধ্যপ্রাচ্য গঠন করা।

শেখ কাসেম বলেন, ইসরাইলিদের আগ্রাসন আমাদের জন্য কঠিন ছিল এবং আমরা প্রায় ১০ দিনের মতো ছন্নছাড়া অবস্থায় ছিলাম। কিন্ত এরপর হিজবুল্লাহ যোদ্ধারা সম্বিত ফিরে পান, আবার তাদের কন্ট্রোল এন্ড কমান্ড সেন্টার আগের মতো কাজ করতে শুরু করে এবং আমরা পূর্ণ শক্তিতে লড়াইয়ে অবতীর্ণ হই।

হিজবুল্লাহ নেতা বলেন, প্রতিরোধ যোদ্ধাদের একের পর এক আঘাতে ইসরাইল দিশেহারা হয়ে ওঠে এবং ইহুদিবাদী জনগণ ও রাজনীতিবিদরা নিজেদের নিরাপত্তার কথা ভেবে দুঃখ ও হতাশায় ডুবে যায়। তিনি আরো বলেন, আমরা প্রথম যুদ্ধে নামিনি কিন্তু যুদ্ধের ফলাফল ছিল আমাদের অনুকূলে। আমরা শক্তিশালী অবস্থানে থেকে যুদ্ধবিরতি করেছি, উন্নতশীর থেকে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছি এবং ইসরাইল হিজবুল্লাহকে ধ্বংস করার পরিবর্তে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি দিয়ে মানে মানে কেটে পড়েছে।

একটি জনমত জরিপের উদ্ধৃতি দিয়ে শেখ কাসেম বলেন, ইহুদিবাদী ইসরাইলের ৬১ শতাংশ মানুষ স্বীকার করেছে, তেল আবিব হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জয়লাভ করেনি। তিনি বলেন, পরাজয় ইহুদিবাদী ইসরাইলকে চারদিক দিয়ে ঘিরে ধরেছে। #

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।