তাকফিরি উগ্রবাদীদের অপারেশন রুম ধ্বংস করল সিরিয়ার বাহিনী
https://parstoday.ir/bn/news/event-i144502-তাকফিরি_উগ্রবাদীদের_অপারেশন_রুম_ধ্বংস_করল_সিরিয়ার_বাহিনী
সিরিয়ার বিমান বাহিনী উগ্র তাফফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর গুরুত্বপূর্ণ অবস্থানে আবারো বিমান হামলা চালিয়েছে। এতে বিদেশি মদদপুষ্ট হায়াতে তাহরির আশ-শাম বা এইচটিএস-এর একটি অপারেশন রুম সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৪, ২০২৪ ১০:০৮ Asia/Dhaka
  • তাকফিরি উগ্রবাদীদের অপারেশন রুম ধ্বংস করল সিরিয়ার বাহিনী

সিরিয়ার বিমান বাহিনী উগ্র তাফফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর গুরুত্বপূর্ণ অবস্থানে আবারো বিমান হামলা চালিয়েছে। এতে বিদেশি মদদপুষ্ট হায়াতে তাহরির আশ-শাম বা এইচটিএস-এর একটি অপারেশন রুম সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

সিরিয়ার সামরিক বাহিনীর জেনারেল কমান্ড গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বিমান হামলায় অপারেশন রুমের পাশাপাশি তিনটি অস্ত্র গুদাম ধ্বংস হয়েছে যাতে বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ ছিল। এর সাথে গত ২৪ ঘন্টায় আরো ধ্বংস হয়েছে কয়েক ডজন সামরিকযান, ড্রোন ও আরমার্ড ইউনিট। এসব সামরিক যান সন্ত্রাসীরা তাদের তাণ্ডব চালানোর কাজে ব্যবহার করত। 

বিবৃতিতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টার অভিযানে ২০০’র বেশি সন্ত্রাসী নিহত হয়েছে যার মধ্যে বিদেশি কয়েকজন সন্ত্রাসী নেতা রয়েছে। সিরিয়ার সামরিক বাহিনী সন্ত্রাসীদের উৎক্ষেপণ করা ২০টি ড্রোনও ভূপাতিত করেছে।

সিরিয়ার সশস্ত্র বাহিনীর বিবৃতিতে আরো বলা হয়েছে, “আমাদের সাহসী সেনারা উত্তর অঞ্চলের হামা ও ইদলিব প্রদেশে উগ্রবাদীদের বিভিন্ন সমাবেশ, অবস্থান, সদরদপ্তর এবং চলমান বহর লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। এ সমস্ত হামলায় সামরিক বাহিনী গোলন্দাজ ও ক্ষেপণাস্ত্র ইউনিট ব্যবহার করছে। পাশাপাশি রাশিয়া ও সিরিয়ার সেনারা যৌথভাবে বিমান হামলা চালাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।