মস্কোয় সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট
বাশার আল-আসাদকে সপরিবারে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া
সব জল্পনার অবসান ঘটিয়ে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সপরিবারে রাশিয়ায় পৌঁছেছেন বলে খবর পাওয়া গেছে। ক্রেমলিনের একটি সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থাগুলো রোববার গভীর রাতে খবর দিয়েছে যে, রুশ সরকার প্রেসিডেন্ট আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে।
অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, “প্রেসিডেন্ট আল-আসাদ মস্কোয় পৌঁছেছেন। রাশিয়া মানবিক কারণে তাদেরকে (আসাদ ও তার পরিবারকে) রাজনৈতিক আশ্রয় দিয়েছে।”
রোববার ভোরে সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে দামেস্কের পতন হওয়ার পর থেকে বাশার আল-আসাদের অবস্থান সম্পর্কে কারো কিছু জানা ছিল না। তিন কোথায় যেতে পারেন তা নিয়ে চলছিল নানা জল্পনা। এমনকি, তিনি বিমান দুর্ঘটনায় নিহত হয়ে থাকতে পারেন বলেও বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছিল।
প্রেসিডেন্ট আসাদ সপরিবারে রোববার সকালের দিকে কোনো এক সময় একটি বিমানে করে দামস্ক ত্যাগ করেন। এর মাধ্যমে সিরিয়ায় আসাদ পরিবারের পাঁচ দশকেরও বেশি সময়ের শাসনের অবসান ঘটে।
সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মাদ গাজি আল-জালালি বলেছিলেন, শনিবারের পর আসাদের সঙ্গে তার আর কথা হয়নি। তিনি বলেছেন, তিনি সিরিয়াতেই অবস্থান করবেন এবং জননির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএস সশস্ত্র গোষ্ঠী দামেস্ক দখল করার পর রোববার রাত থেকে আজ (সোমবার) স্থানীয় সময় সকাল পর্যন্ত কারফিউ জারি করেছে। এইচটিএস কমান্ডার আবু মোহাম্মাদ আল-জোলানি বলেছেন, রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী জালালি তার পদে বহাল থাকবেন। এইচটিএস বলেছে, এটি প্রধানমন্ত্রী জালালিকে সহযোগিতা করে যাচ্ছে। গোষ্ঠীটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে দূরে থাকার জন্য সিরিয়ার সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে। #
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৯