বিধানসভায় বাংলাদেশ প্রসঙ্গ
বাংলা-বিহার-ওড়িশা দখলের হুমকির জবাব, আমরা বসে ললিপপ খাব না: মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, যারা বলছেন বাংলা-বিহার-উড়িষ্যা দখল করবেন, তারা ভালো থাকবেন! আর একথা ভাববার কোনও কারণ নেই যে আমরা বসে ললিপপ খাব। আমরা যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিই। আমরা সবাই সবাইকে রক্ষা করব।'
গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আজ সোমবার বিধানসভায় এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী গতকাল বলেছেন, ভারত চট্টগ্রাম দাবি করলে বাংলা-বিহার-উড়িষ্যা ফেরত দিতে হবে। ফাপা আওয়াজ দিলে হবে না। বাংলাদেশের মানুষ দিল্লীর আগ্রাসন প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারত যা করছে তা আগ্রাসন।

মুখ্যমন্ত্রী রিজভীকে উদ্দেশ করে বলেন, আপনার সেই ক্ষমতা নেই। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের দাবি তুলে মমতা উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে সম্প্রীতির বার্তা দিয়ে তিনি আরও বলেন, 'দাঙ্গা হিন্দু- মুসলমানরা করে না। দাঙ্গা করে কিছু সমাজবিরোধী। আমাদের একটি রাজনৈতিক দল বাংলাদেশকে নিয়ে কিছু ভুয়া ভিডিও ছড়াচ্ছে উল্লেখ করে মমতা বলেন, বাংলাদেশকে নিয়ে কেউ উসকানিমূলক বক্তব্য দেবেন না।
এদিকে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাফাল যুদ্ধ বিমানের ভয় দেখিয়েছেন।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের পরিস্থিতিকে সামনে রেখে রাজ্য বিজেপি হিন্দুত্বের রাজনীতি উসকে দেওয়ার চেষ্টা করছে। আর রাজ্য বিজেপির সেই কৌশলকে ভেঙে দিতেই বাংলাদেশ নিয়ে ‘কৌশলী’ অবস্থান নিয়েছেন মমতা। সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর জন্য কেন্দ্রকে প্রস্তাব দিয়েছিলেন। তার এই প্রস্তাব ঘিরে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা হয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশও তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে।#
পার্সটুডে/জিএআর/৯