সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো এখন নিজেরাই সংঘর্ষ শুরু করতে পারে: মিশরের বিশ্লেষক
https://parstoday.ir/bn/news/event-i144690-সিরিয়ার_সশস্ত্র_গোষ্ঠীগুলো_এখন_নিজেরাই_সংঘর্ষ_শুরু_করতে_পারে_মিশরের_বিশ্লেষক
পার্সটুডে- সিরিয়া পরিস্থিতির বিষয়ে মিশরের কয়েকজন বিশ্লেষকের অভিমত হলো, সেখানকার সশস্ত্র গোষ্ঠীগুলো একে অপরের বিরুদ্ধে উঠেপড়ে লাগবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৯, ২০২৪ ১৬:২৭ Asia/Dhaka
  • সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো এখন নিজেরাই সংঘর্ষ শুরু করতে পারে: মিশরের বিশ্লেষক

পার্সটুডে- সিরিয়া পরিস্থিতির বিষয়ে মিশরের কয়েকজন বিশ্লেষকের অভিমত হলো, সেখানকার সশস্ত্র গোষ্ঠীগুলো একে অপরের বিরুদ্ধে উঠেপড়ে লাগবে।

সিরিয়ার পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে মিশরের বিশিষ্ট বিশ্লেষক কারাম ইয়াহিয়া বলেছেন, সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো যারা সরকারের পতন ঘটিয়েছে এবার তারাই নিজেদের মধ্যে সংঘর্ষ শুরু করতে পারে।

মিশরের আরেক বিশ্লেষক জাহদি আশ শামি সিরিয়ার বর্তমান পরিস্থিতি দিকে ইঙ্গিত বলে বলেছেন, এটা ঠিক আসাদ সরকারের পতন হয়েছে, কিন্তু জাবহাতুন নুসরার মতো সংগঠনের উপস্থিতিতে কি সিরিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব? জাবহাতুন নুসরা সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকাভুক্ত একটি সংগঠন।

তিনি আরও বলেছেন- সিরিয়ার রাজনীতি যদি গণতন্ত্রের দিকে না এগোয় তাহলে দেশটি সাম্প্রদায়িক সংঘাতের বেড়াজালে আটকে যাবে। সিরিয়ার অখণ্ডতা বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে এবং লিবিয়ার চেয়েও বেশি খারাপ অবস্থা তৈরি হতে পারে।

২৭ নভেম্বর সিরিয়ার বিভিন্ন সরকারবিরোধী সংগঠন এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলো কিছু দেশের সমর্থনে উত্তরাঞ্চলীয় ইদলিব থেকে বিভিন্ন এলাকায় হামলা শুরু করে, এরই ধারাবাহিকতায় গত রোববার আসাদ সরকারের পতন ঘটে।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।