সুস্পষ্ট আগ্রাসন
সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর প্রচণ্ড ক্ষোভ
-
সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত বারজাহ বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র
ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার ওপর যে আগ্রাসন চালাচ্ছে এবং দেশটির ওপর অবৈধ দখলদারিত্ব কায়েম করেছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
গতকাল (সোমবার) প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর উপস্থিতি দেশটিকে আরো বেশি অস্থিতিশীল করে তুলবে।
হিজবুল্লাহ বলেছে, সিরিয়ার ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ তা গোলান মালভূমিতে দখলদারিত্ব কায়েমের মধ্য দিয়ে হোক অথবা সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতার উপর হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করার মধ্য দিয়ে হোক- সবই দেশটির ওপর সুস্পষ্ট আগ্রাসন এবং স্বাধীন সিরিয়ার জাতীয় সার্বভৌমত্বের পরিষ্কার লঙ্ঘন।
হিজবুল্লাহ বলেছে, “আমরা এসব হামলার কঠোর নিন্দা জানাই এবং এর পরিণতির জন্য ইসরাইলকে সতর্ক করছি। একই সাথে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে আরব এবং মুসলিম বিশ্বকে ইহুদিবাদী ইসরাইলের এই অপরাধযজ্ঞের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণের আহ্বান জানাই।”
হিজবুল্লাহ আরো বলেছে, ইহুদিবাদী ইসরাইল দফায় দফায় সিরিয়ার ভূখণ্ড দখলের এবং দেশটির উপর সার্বভৌমত্ব কায়েমের চেষ্টা করছে।
গত দুই দিনে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার ওপর অন্তত ৩০০ বার বিমান হামলা চালিয়েছে। ইসরাইল এ পর্যন্ত বাফারজোন দখল করেছে। পাশাপাশি সিরিয়ার নিয়ন্ত্রণে থাকা গোলান মালভূমির অবশিষ্টাংশ দখল করেছে। এছাড়া কৌশলগত মাউন্ট হারমোনের সামরিক আউট পোস্টগুলো দখল করে নিয়েছে ইসরাইল।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/১০