সিরিয়ায় সামরিক ঘাঁটি বজায় রাখবে রাশিয়া; এইচটিএসের সঙ্গে আলোচনা
https://parstoday.ir/bn/news/event-i144834-সিরিয়ায়_সামরিক_ঘাঁটি_বজায়_রাখবে_রাশিয়া_এইচটিএসের_সঙ্গে_আলোচনা
সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন হওয়া সত্ত্বেও দেশটিতে রুশ সামরিক ঘাঁটিগুলো বহাল রাখার জন্য হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএস সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে রাশিয়া।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৪, ২০২৪ ০৯:৩৯ Asia/Dhaka
  • সিরিয়ায় সামরিক ঘাঁটি বজায় রাখবে রাশিয়া; এইচটিএসের সঙ্গে আলোচনা

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন হওয়া সত্ত্বেও দেশটিতে রুশ সামরিক ঘাঁটিগুলো বহাল রাখার জন্য হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএস সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে রাশিয়া।

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা একথা জানিয়েছে। বোগদানভ বলেছেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধ করার জন্য সিরিয়ায় সামরিক ঘাঁটি বজায় রাখতে চায় রাশিয়া।

এইচটিএসের সঙ্গে ‘গঠনমূলক ভঙ্গিতে’ যোগাযোগ করা সম্ভব হয়েছে বলে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী জানান। তিনি বলেন, এইটিএস মস্কোকে এই আশ্বাস দিয়েছে যে, তারা যে শুধু নিজেরা কূটনীতিকসহ অন্যান্য বিদেশির নিরাপত্তা রক্ষা করবে তাই নয়, সেইসঙ্গে অন্য কোনো গোষ্ঠীও যেন বিদেশিদের কোনো ক্ষতি না করে সে বিষয়টি নিশ্চিত করবে। হায়াত তাহরির আশ-শাম তাদের এই প্রতিশ্রুতি রক্ষা করবে বলে বোগদানভ আশা প্রকাশ করেন।

রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক বলেন, রাশিয়া সিরিয়ায় নিজের দু’টি ঘাঁটি বহাল রাখতে চায়। এর একটি ভূমধ্যসাগর উপকূলে অবস্থিত সিরিয়ার তারতুস শহরের নৌ ঘাঁটি এবং অপরটি সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লাতাকিয়া শহরে অবস্থিত হামেইমিম বিমান ঘাঁটি।

বোগদানভ বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘাঁটিগুলো সিরিয়ায় ধরে রাখা জরুরি। এই মুহূর্তে সিরিয়া থেকে ঘাঁটিগুলো গুটিয়ে আনার কোনো সিদ্ধান্ত নেই বলে তিনি জানান।

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়া সরকারের অনুরোধে দায়েশ বিরোধী যুদ্ধ করার জন্য এসব ঘাঁটি স্থাপন করা হয়েছিল এবং দায়েশের হুমকি এখনও শেষ হয়ে যায়নি।

বোগদানভ এমন সময় এ বক্তব্য দিলেন যখন হায়াত তাহরির আশ-শামের নেতৃত্বাধীন বিদেশি মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো সিরিয়ার উত্তরাঞ্চলে বড় ধরনের সাফল্য অর্জনের পর গত রোববার সকাল নাগাদ রাজধানী দামেস্ক দখল করে নেয়। এর মাধ্যমে দেশটিতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে। #

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।