গাজার শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর বীভৎস্য হামলা, ৩৪ জন শহীদ
(last modified Sat, 14 Dec 2024 09:30:36 GMT )
ডিসেম্বর ১৪, ২০২৪ ১৫:৩০ Asia/Dhaka
  • গাজার শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর বীভৎস্য হামলা, ৩৪ জন শহীদ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলি সেনারা গানবোট থেকে ভয়াবহ হামলা চালিয়েছে যাতে অন্তত ৩০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

গাজার যে শরণার্থী শিবিরে ইসরাইল এই বীভৎস্য হামলা চালিয়েছে সেটি তেল আবিবের ঘোষণা করা নিরাপদ অঞ্চলে অবস্থিত। অর্থাৎ ইহুদিবাদী বাহিনী তাদের ঘোষণা করা নিরাপদ অঞ্চলেও বিভৎস্য হামলা চালিয়ে ফিলিস্তিনিদেরকে হতাহত করছে। নুসাইরাত শরণার্থী শিবিরের এই বর্বর হামলায় বহু মানুষ আহত হয়েছেন এবং অনেকে নিখোঁজ রয়েছেন। এই হামলায় সেখানকার একটি পোস্ট অফিসও ধ্বংস হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ইহুদিবাদী বাহিনী এই শিবিরের একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে হামলা চালায় যাতে অন্তত ৪০ জন শহীদ এবং বহু মানুষ আহত হয়েছেন। বলা হচ্ছে- এখনো বিধ্বস্ত ভবনের নিচে অনেকে চাপা পড়ে রয়েছেন, তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করা যায়নি।

এদিকে, গতকাল ইহুদিবাদী ইসরাইলি বাহিনী গাজা শহরের মধ্যাঞ্চলের শিল্প এলাকায় একজন ফিলিস্তিনি ফটো সাংবাদিক এবং অন্য এক তরুণকে বিমান হামলার মাধ্যমে হত্যা করেছে। এর পাশাপাশি গাজা শহরের উত্তরাঞ্চলের শেখ রাদোয়ান মহল্লায় বিমান হামলা চালিয়ে আল-আকসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুস সালাম এবং তার স্ত্রীকে হত্যা করেছে। খান ইউনুস শহরে অন্য এক হামলায় তিন ব্যক্তি শহীদ হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।