আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধ করে দেবে ইসরাইল 
(last modified Mon, 16 Dec 2024 07:04:03 GMT )
ডিসেম্বর ১৬, ২০২৪ ১৩:০৪ Asia/Dhaka
  • আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধ করে দেবে ইসরাইল 

ইহুদিবাদী ইসরাইল ঘোষণা করেছে যে, আয়ারল্যান্ড সরকারের চরম ইসরাইল-বিরোধী নীতির কারণে ডাবলিনে ইসরাইলের দূতাবাস বন্ধ করে দেয়া হবে। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’আর গতকাল (রোববার) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আয়ারল্যান্ড সরকারের চরম ইসরাইল-বিরোধী নীতির কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। 

সা’আর বলেন, ইসরাইলের সাথে সম্পর্কের ক্ষেত্রে আয়ারল্যান্ড সরকার সব ধরনের রেডলাইন অতিক্রম করেছে। এর আগে একতরফাভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কারণে ডাবলিনে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশ যারা ইসরাইলের সাথে সম্পর্ক চায় কিন্তু এখনও দূতাবাস নেই, সেইসব দেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য তেল আবিব তার কূটনৈতিক নেটওয়ার্ক কাজে লাগাবে। তিনি আরো বলেন, ইসরাইল আগামী বছরে মলদোভায় একটি দূতাবাস খুলবে। এজন্য একটি উপযুক্ত স্থান খুঁজে বের করার এবং একজন রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে গণহত্যা চালিয়ে আসছে সে ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করার মামলার প্রতি গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে আয়ারল্যান্ড সরকার।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৬