ইসরাইল বিরোধী হামলার কাজে সিরিয়াকে ব্যবহার করতে দেব না: জুলানি
https://parstoday.ir/bn/news/event-i144936-ইসরাইল_বিরোধী_হামলার_কাজে_সিরিয়াকে_ব্যবহার_করতে_দেব_না_জুলানি
সিরিয়ায় সম্প্রতি বাশার আল-আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রধান হোতা হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএস গোষ্ঠীর নেতা বলেছেন, তিনি ইসরাইল-বিরোধী হামলার কাজে তার দেশকে ব্যবহার করার অনুমতি কাউকে দেবেন না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৭, ২০২৪ ০৯:৩৮ Asia/Dhaka
  • ইসরাইল বিরোধী হামলার কাজে সিরিয়াকে ব্যবহার করতে দেব না: জুলানি

সিরিয়ায় সম্প্রতি বাশার আল-আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রধান হোতা হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএস গোষ্ঠীর নেতা বলেছেন, তিনি ইসরাইল-বিরোধী হামলার কাজে তার দেশকে ব্যবহার করার অনুমতি কাউকে দেবেন না।

আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করার কাজে এইচটিএস পশ্চিমা দেশগুলোর পাশাপাশি ইসরাইলের ব্যাপক সহযোগিতা পেয়েছে বলে মনে করা হয়।

এই সশস্ত্র গোষ্ঠীর নেতা আহমেদ আশ-শারা ওরফে আবু মোহাম্মাদ জুলানি গতকাল (সোমবার) দি টাইমসকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, “আমরা ইসরাইল বা অন্য কারো সঙ্গে সংঘাতে যেতে চাই না এবং আমরা অন্য কোথাও হামলার কাজে সিরিয়ার ভূমি ব্যবহার করতে দেব না।” এখানে ‘অন্য কোথাও’ বলতে তিনি ইসরাইলকে বুঝিয়েছেন বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

এর আগে জুলানি আরেক বক্তব্যে বলেছিলেন, তেল আবিবের সঙ্গে তারা কোনোা সংঘাতে যেতে চান না। এর কারণ হিসেবে তিনি ‘সংঘাত-সংঘর্ষে সিরিয়ার দুর্বল হয়ে পড়া’র কথা তুলে ধরেন।

জুলানি এক দশক আগে মার্কিন সমর্থিত সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সিরিয়া শাখার প্রতিষ্ঠাতা প্রধান ছিলেন এবং আরেক উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশেরও (আইএস) ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।

এইচটিএসের এই নেতা চলতি সপ্তাহে আরো বলেছিলেন, সিরিয়ায় এখন আর ইসরাইলি হামলা চালানোর কোনো কারণ নেই, কারণ, হিজবুল্লাহ বা ইরান এখন আর সিরিয়ায় অবস্থান করছে না। সোমবারের সাক্ষাৎকারে তিনি সে বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, সিরিয়ার ভূমিতে ইসরাইলি হামলা বন্ধ করতে হবে এবং ইসরাইলি সেনাদেরকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে হবে।

তবে বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার বিরাট অংশ দখল করে নেয়া ইসরাইলি বাহিনী এভাবে মুখের কথায় পশ্চাদপসরণ করবে কিনা তা নিয়ে ঘোরতর সংশয় প্রকাশ করেছে পর্যবেক্ষক মহল। #

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।