প্রেসিডেন্ট পুতিনের সম্মতি
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার ব্যবস্থা করতে প্রস্তুত স্লোভাকিয়া
-
পুতিন
ইউক্রেন যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে কিয়েভ ও মস্কোর মধ্যে যেকোনো ধরনের শান্তি আলোচনার ব্যবস্থা করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউভুক্ত দেশ স্লোভাকিয়া। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকো শুক্রবার এ ঘোষণা দিয়েছেন।
ফিকো সম্প্রতি মস্কো সফরে গিয়ে ব্যক্তিগতভাবে তার এ ইচ্ছার কথা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ব্যক্ত করেন। এরপর শুক্রবার নিজের ফেসবুক পেজে দেয়া পোস্টে ফিকো বলেন, যদি কেউ স্লোভাক প্রজাতন্ত্রে একটি শান্তি আলোচনার আয়োজন করতে চায় তাহলে আমরা তার যাবতীয় ব্যবস্থা নিতে রাজি আছি।”
স্লোভাকিয়া সরকার ২০২৩ সালের নির্বাচনের পর থেকে ইউক্রেন যুদ্ধের ব্যাপারে ইইউ ও ন্যাটোভুক্ত দেশগুলোর ভূমিকার কড়া সমালোচনা করে আসছে। দেশটি আলোচনার মাধ্যমে ইউক্রেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার দাবি জানিয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করার একদিন পর ফিকো তার বক্তব্য জনসমক্ষে তুলে ধরলেন। প্রেসিডেন্ট পুতিন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রস্তাব সম্পর্কে বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে বলেন, “আমরা এ প্রস্তাবের বিরোধী নই।” তিনি বলেন, স্লোভাকিয়া ইইউভুক্ত দেশ হলেও ইউক্রেন যুদ্ধের ব্যাপারে দেশটি নিরপেক্ষ ভূমিকা নিয়েছে বলে তার প্রস্তাব গ্রহণ করা যায়।
গতমাসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর ইউক্রেন যুদ্ধ বন্ধ করার সম্ভাবনা নিয়ে জোরেসোরে আলোচনা শুরু হয়েছে। ট্রাম্প নির্বাচনি প্রচারণায় বারবার বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেন সংঘাতের অবসান ঘটাবেন। তবে তিনি যেমন তার এ সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেননি তেমনি তার টিমের পক্ষ থেকেও কিছু বলা হয়নি।#
পার্সটুডে/এমএমআই/২৮