গাজার স্বাস্থ্য ব্যবস্থার ওপর ইসরাইলের যুদ্ধ ‘মৃত্যু পরোয়ানা’র শামিল
https://parstoday.ir/bn/news/event-i145370-গাজার_স্বাস্থ্য_ব্যবস্থার_ওপর_ইসরাইলের_যুদ্ধ_মৃত্যু_পরোয়ানা’র_শামিল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের পরিণতি সম্পর্কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ২৯, ২০২৪ ১১:৪৬ Asia/Dhaka
  • গাজার কামাল আদওয়ান হাসপাতাল থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছে ইসরাইলি বাহিনী
    গাজার কামাল আদওয়ান হাসপাতাল থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছে ইসরাইলি বাহিনী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের পরিণতি সম্পর্কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গতকাল (শনিবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক্স পেইজে দেয়া এক পোস্টে বলেছে, “গাজার স্বাস্থ্য ব্যবস্থার ওপর ইসরাইলের এই যুদ্ধ প্রকৃতপক্ষে ফিলিস্তিনের লাখ লাখ মানুষের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করার শামিল। গাজার স্বাস্থ্য খাতের বিরুদ্ধে ইসরাইলের এই ভয়াবহ বিভৎস্যতার অবশ্যই অবসান ঘটাতে হবে এবং সেখানকার স্বাস্থ্য খাতকে রক্ষা করতে হবে। 

ইহুদিবাদী ইসরাইল গত বৃহস্পতিবার গাজার কামাল আদওয়ান হাসপাতালের ওপর যে হামলা চালিয়েছে তা উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ইসরাইলি হামলার মধ্য দিয়ে কার্যত উত্তর গাজার স্বাস্থ্যসেবা প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। প্রাথমিক তথ্য অনুসারে, হাসপাতালের গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং সেগুলোকে ধ্বংস করা হয়েছে। 

ইহুদিবাদী ইসরাইল বৃহস্পতিবার রাতে ওই হাসপাতালে হামলা চালায় এবং হাসপাতালটি খালি করে সেখানে আগুন ধরিয়ে দেয়। 

বিশ্ব স্বাস্থ্যসংস্থা বলেছে, ইসরাইল গাজা উপত্যকার ওপর আগ্রাসন শুরু করার পর থেকে আমরা সেখানকার স্বাস্থ্য ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টা করছি এবং যাতে গাজার স্বাস্থ্য খাত ন্যূনতম পর্যায়েও কার্যকর থাকে তার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। কিন্তু ইসরাইল শুরু থেকে হাসপাতালগুলোতে কিংবা তার কাছাকাছি এলাকায় আগ্রাসন চালিয়ে আসছে। 

গাজার হাসপাতালগুলোকে ফিলিস্তিনি যোদ্ধারা কমান্ড সেন্টার বা আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে- এমন দাবি তোলার মধ্য দিয়ে দখলদার সেনারা মূলত পদ্ধতিগতভাবে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উল্লেখ করেছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।