সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠার ওপর পাকিস্তানের গুরুত্বারোপ
https://parstoday.ir/bn/news/event-i145800-সিরিয়ায়_একটি_অন্তর্ভুক্তিমূলক_সরকার_প্রতিষ্ঠার_ওপর_পাকিস্তানের_গুরুত্বারোপ
পার্সটুডে: জাতিসংঘের সহায়তায় সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহ্বান জানিয়েছে পাকিস্তান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১০, ২০২৫ ১৫:৩২ Asia/Dhaka
  • সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠার ওপর পাকিস্তানের গুরুত্বারোপ

পার্সটুডে: জাতিসংঘের সহায়তায় সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহ্বান জানিয়েছে পাকিস্তান।

বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আকরাম নিরাপত্তা পরিষদের বৈঠকে ওই আহ্বান জানান। সিরিয়ার পরিস্থিতির ওপর জোর দিয়ে তিনি বলেন: সিরিয়ার ঐক্য এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন অনিবার্য। ওই সরকার গঠন প্রক্রিয়ায় জাতিসংঘের সমর্থন ও সহায়তা থাকা উচিত বলে মুনির আকরাম মন্তব্য করেন।

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আরও বলেন: সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করা সেদেশের জনগণের রাজনৈতিক, নিরাপত্তা এবং কল্যাণমূলক বিষয়গুলোকে এগিয়ে নেওয়ার জন্য একটি অপরিহার্য বিষয়।

সিরিয়ার সশস্ত্র বিরোধী দল এবং সন্ত্রাসীরা 'বাশার আসাদ'কে ক্ষমতা থেকে অপসারণের লক্ষ্যে ২৭ নভেম্বর, ২০২৪ তারিখে আলেপ্পোর উত্তর-পশ্চিম, পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অভিযান শুরু করে। এগারো দিন পর ৮ ডিসেম্বরে তারা দামেস্ক শহরের নিয়ন্ত্রণ নেয় এবং বাশার আসাদ দেশত্যাগ করে।#

পার্সটুডে/এনএম/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।