জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিলাম না, জোটে ছিলাম: নজরুল ইসলাম
https://parstoday.ir/bn/news/event-i145806-জামায়াতের_সঙ্গে_যুগপৎ_আন্দোলনে_ছিলাম_না_জোটে_ছিলাম_নজরুল_ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেছেন, জামায়াতের সঙ্গে এমন কোনো দূরত্ব আসেনি। আজ (শুক্রবার) সকালে সমমনা জোটের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১০, ২০২৫ ১৬:১৩ Asia/Dhaka
  • নজরুল ইসলাম
    নজরুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেছেন, জামায়াতের সঙ্গে এমন কোনো দূরত্ব আসেনি। আজ (শুক্রবার) সকালে সমমনা জোটের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিভিন্ন দল ও জোটের সঙ্গে আপনারা বৈঠক করছেন। জামায়াতও আপনাদের সঙ্গে ছিল। তাদের সঙ্গে বৈঠকের কোনো সম্ভাবনা আছে কি না জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, 'জামায়াতের সঙ্গে ফরমালি যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম না।'

তিনি বলেন, 'জোটে ছিলাম আমরা কিন্তু যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি, আর জামায়াতের সব কর্মসূচি এক রকম ছিল না।' 'তারা আন্দোলনে ছিলেন। আমরা আশা করব, আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাই আমরা থাকব, তারাও থাকবে,' ।

সম্প্রতি জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ছে। এই দূরত্ব কমাতে বিএনপি কোনো উদ্যোগ নেবে কি না জানতে চাইলে তিনি বলেন, 'এমন কোনো দূরত্বের কিছু নেই। তারাও গণতন্ত্র চায়, নির্বাচন চায়, মানুষের অধিকারের কথা বলে—আমরাও বলি।'

নির্বাচনই সংস্কারের প্রথম ধাপ: আমীর খসরু

আমরি খসরু মাহমুদ চৌধুরী

এদিকে, বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য আমরি খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনই সংস্কারের প্রথম ধাপ। তিনি বলেন, 'এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন।'

আজ শুক্রবার দুপুরে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, 'গণতন্ত্র প্রতিষ্ঠা হতেই হবে নির্বাচনের মাধ্যমে, এটা প্রথম ধাপ। নির্বাচন হলো প্রথম সংস্কার, এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। যে পরিবর্তনের প্রত্যাশা, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হবে আগামী দিনে।'

বিএনপির এই নেতা বলেন, 'আমরা আন্দোলনের কথা বলি, আন্দোলন একদিনে হয়নি। এই আন্দোলনে গত ১৫-১৬ বছর কত লোকের ত্যাগ স্বীকার, সেটা অনেকে ভুলে যায়। আমরা শুধু সাম্প্রতিক আন্দোলনের কথা বলি।' তিনি আরও বলেন, 'এই লোকগুলোকে বাদ দিয়ে আন্দোলন হয়নি।#

পার্সটুডে/জিএআর/১০