ইয়েমেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা
ইরানের সিনিয়র কূটনীতিকের সঙ্গে জাতিসংঘের ইয়েমেন বিষয়ক দূতের সাক্ষাৎ
-
হ্যান্স গ্রুন্ডবার্গ
তেহরান সফররত জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি হ্যান্স গ্রুন্ডবার্গ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা আলী-আসগার খাজির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে দুই কূটনীতিক ইয়েমেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।
বৈঠকে ইয়েমেনের বেসামরিক নাগরিক ও অবকাঠামোর উপর মার্কিন, ব্রিটিশ ও ইসরাইলি বাহিনীর নিয়মিত আগ্রাসনের কঠোর নিন্দা জানান খাজি। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের আগ্রাসনের ফলে আঞ্চলিক নিরাপত্তা বিপন্ন হতে পারে।
ইয়েমেন সরকার একটি শান্তিচুক্তি সই করার প্রস্তুতি ঘোষণা করার যে গঠনমূলক পদক্ষেপ নিয়েছে তাকে স্বাগত জানিয়ে ইরানের এই সিনিয়র কূটনীতিক বলেন, কিন্তু মার্কিন সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে লোহিত সাগর অঞ্চলের পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে।

সাক্ষাতে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি গত সপ্তাহে নিজের সানা সফরের কথা উল্লেখ করে বলেন, ইয়েমেন সরকারের সঙ্গে তার আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গ্রুন্ডবার্গ একইসঙ্গে পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি চলমান সংকটের রাজনৈতিক সমাধান এবং একটি শান্তি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সম্ভাব্য সকল প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্ব আরোপ করেন।#
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৩