ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে হিমশিম খেলো ইসরাইল
https://parstoday.ir/bn/news/event-i145952-ইয়েমেনের_হাইপারসনিক_ক্ষেপণাস্ত্র_মোকাবেলা_করতে_হিমশিম_খেলো_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে আবারো সামরিক অভিযান চালিয়েছে ইয়েমেন। গতকাল (মঙ্গলবার) ইয়েমেনের সামরিক বাহিনী অন্তত দুই দফা হামলা চালায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৫, ২০২৫ ০৯:২৩ Asia/Dhaka
  • ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে হিমশিম খেলো ইসরাইল

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে আবারো সামরিক অভিযান চালিয়েছে ইয়েমেন। গতকাল (মঙ্গলবার) ইয়েমেনের সামরিক বাহিনী অন্তত দুই দফা হামলা চালায়।

এরমধ্যে ইসরাইল অধিকৃত জাফা এলাকায় দিনের প্রথমভাগে ইয়েমেনের সামরিক বাহিনী হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। দ্বিতীয় দফায় তারা তাদের অভিযানে ব্যবহার করে ড্রোন। 

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলার ক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীকে হিমশিম খেতে হয় তবে শেষ পর্যন্ত তারা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে পারেনি। এই ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য দখলদার বাহিনী কয়েক দফা চেষ্টা করে এবং ক্ষেপণাস্ত্র ছোড়ে। কিন্তু ইসরাইলের সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যে আঘাত হানে।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এক বিবৃতিতে জানান, ইয়েমেনের মিসাইল ডিভিশন ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় প্যালেস্টাইন-টু হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে বলে তিনি জানান। 

জেনারেল সারি বলেন, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে তার নির্ধারিত লক্ষ্যে আঘাত করে থাকতে পারে; ইসরাইলের কথিত উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা একে ভূপাতিত করতে পারেনি। 

তিনি আরো বলেন, ইয়েমেন কখনো গাজাকে একা ফেলে যাবে না বরং গাজায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা ফিলিস্তিনি জনগণের পাশেই থাকবে।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।