ইসরাইলকে যুদ্ধবিরতি ভঙ্গ করার অনুমতি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/event-i145958-ইসরাইলকে_যুদ্ধবিরতি_ভঙ্গ_করার_অনুমতি_দেয়ার_প্রতিশ্রুতি_দিয়েছেন_ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের সঙ্গে ইসরাইলের সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর পরবর্তীতে ওই চুক্তি ভঙ্গ করে গাজায় আবার ইহুদিবাদী বাহিনীকে আগ্রাসন চালানোর অনুমতি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে ইসরাইলি গণমাধ্যম খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৫, ২০২৫ ০৯:৩৮ Asia/Dhaka
  • ইসরাইলকে যুদ্ধবিরতি ভঙ্গ করার অনুমতি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের সঙ্গে ইসরাইলের সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর পরবর্তীতে ওই চুক্তি ভঙ্গ করে গাজায় আবার ইহুদিবাদী বাহিনীকে আগ্রাসন চালানোর অনুমতি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে ইসরাইলি গণমাধ্যম খবর দিয়েছে।

সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ওয়াইনেটনিউজ জানিয়েছে, ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি যদি যুদ্ধবিরতি মেনে নিয়ে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করে নেন, তাহলে পরবর্তীতে তেল আবিব চাইলে তাকে ওই চুক্তি ভঙ্গ করে গাজায় আবার আগ্রাসন চালানোর অনুমতি দেয়া হবে।

হিব্রু ভাষার ইসরাইলি গণমাধ্যম ওয়াইনেটনিউজের এ খবরটি ফিলিস্তিনি সাংবাদিক মুহাম্মাদ শেহাদা ফাঁস করে দিয়েছেন। এক এক্স পোস্টে তিনি লিখেছেন, ট্রাম্প নেতানিয়াহুকে এই প্রতিশ্রুতিও দিয়েছেন যে, যুদ্ধবিরতি চুক্তিতে সই করলে ইসরাইলি আঁড়ি পাতার যন্ত্র পেগাসাস নির্মাণকারী প্রতিষ্ঠান এনএসও গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হবে।

ওই কুখ্যাত যন্ত্র বিশ্বের বিভিন্ন কর্তৃত্ববাদী রাষ্ট্রের কাছে জনগণের ওপর দমনপীড়ন চালানোর কাজে বিক্রি করেছিল কোম্পানিটি। এছাড়া, পশ্চিম তীরের আরো বেশি ফিলিস্তিনি ভূখণ্ড অবৈধ রাষ্ট্র ইসরাইলে অন্তর্ভুক্ত করার সুযোগ দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।

কাতারের রাজধানী দোহায় আমেরিকা, মিশর ও কাতারের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার মাধ্যমে হামাস ও ইসরাইল গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে রয়েছে বলে যখন খবর প্রকাশিত হয়েছে তখন ট্রাম্পের গোপন প্রতিশ্রুতির খবর ফাঁস হলো। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো  বাইডেন ও আগামী সপ্তাহে ক্ষমতা গ্রহণ করতে যাওয়া নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ের প্রশাসন এ চুক্তির আলোচনায় জড়িত বলে  জানা গেছে।#

পার্সটুডে/এসআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।