স্বাধীনতা দিবস নিয়ে মোহন ভাগবতের মন্তব্য দেশবিরোধী: মুখ্যমন্ত্রী
(last modified Thu, 16 Jan 2025 12:36:51 GMT )
জানুয়ারি ১৬, ২০২৫ ১৮:৩৬ Asia/Dhaka
  • স্বাধীনতা দিবস নিয়ে মোহন ভাগবতের মন্তব্য দেশবিরোধী: মুখ্যমন্ত্রী

ভারতের স্বাধীনতা দিবস বদলের দাবি তোলায় আরএসএস প্রধান মোহন ভাগবতের তীব্র নিন্দা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তার বক্তব্য দেশবিরোধী। 

গত সোমবার ইন্দোরের এক অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনই ভারতের ‘প্রকৃত স্বাধীনতা’ দিবস। কারণ কয়েকশো বছর ধরে শত্রুর আক্রমণ সহ্য করা ভারত আসল স্বাধীনতা ওইদিন পেয়েছে। এতদিন স্বাধীনতা ছিল, কিন্তু তা প্রতিষ্ঠিত ছিল না।'

আজ (বৃহস্পতিবার) নবান্নে সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছেন, 'বাবাসাহেব আম্বেদকর আমাদের সংবিধান প্রণয়ন করেছেন। তাকে আমরা সবাই শ্রদ্ধা করি। আর তাকে এভাবে অপমান করা হলো! মোহন ভাগবতের মন্তব্য দেশবিরোধী।

মোহন ভাগবতের ঐ মন্তব্যের তীব্র নিন্দা ও সমালোচনা করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী দলগুলো। 

বিষয়টি নিয়ে আজ নবান্নে সংবাদ সম্মেলন করে আরএস প্রধানের মন্তব্যের তীব্র সমালোচনা করে মমতা বলেন, আমাদের দেশ ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীন হয়। ফলে মোহন ভাগবতে দেশের স্বাধীনতা নিয়ে দেশবিরোধী মন্তব্য করেছেন। 

মুখ্যমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, যে কোনও দল বা সংগঠন চাইলেই কি দেশের স্বাধীনতার ইতিহাস, যখন ইচ্ছে পালটে দিতে পারে? সেটা হয় না। আমাদের স্বাধীনতা,সাধারণতন্ত্র এবং গণতন্ত্র আমাদের গর্ব।#

পার্সটুডে/জিএআর/১৬