ইসরাইলের জোট সরকার থেকে বেরিয়ে যাচ্ছে উগ্রবাদী বেন গাভিরের দল
https://parstoday.ir/bn/news/event-i146104-ইসরাইলের_জোট_সরকার_থেকে_বেরিয়ে_যাচ্ছে_উগ্রবাদী_বেন_গাভিরের_দল
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের চুক্তির বিরোধিতা করে জোট সরকার থেকে বেরিয়ে যাচ্ছে উগ্রবাদী ইতামার বেন গাভিরের নেতৃত্বাধীন চরমপন্থী ওৎজমা ইয়েহুদিত পার্টি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ১৯, ২০২৫ ১০:১৪ Asia/Dhaka
  • ইতামার বেন গাভির ও বেজালেল স্মোট্রিচ
    ইতামার বেন গাভির ও বেজালেল স্মোট্রিচ

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের চুক্তির বিরোধিতা করে জোট সরকার থেকে বেরিয়ে যাচ্ছে উগ্রবাদী ইতামার বেন গাভিরের নেতৃত্বাধীন চরমপন্থী ওৎজমা ইয়েহুদিত পার্টি।

শুক্রবার বেন গাভির জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন এবং আজ (রোববার) তিনি চূড়ান্তভাবে তার দলকে সরিয়ে নেবেন। টাইমস অব ইসরাইল এই খবর দিয়েছে।

আজ থেকে গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের কথা রয়েছে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাস ইসরাইলের ৩৩ জন বন্দীকে মুক্তি দেবে। অন্যদিকে, ইসরাইলের কারাগারে বন্দি ১৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেয়ার কথা। গত বুধবার হামাস এবং ইহুদবাদী ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। 

চুক্তির আওতায় যেসব ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে তাদেরকে সন্ত্রাসী বলছেন বেন গাভির। ইসরাইলের চরম উগ্রবাদী এই মন্ত্রী সাংবাদিকদের বলেছেন, তার দল সরকার থেকে বেরিয়ে গেলেও যদি আবার যুদ্ধ শুরু হয় তাহলে তারা সরকারে ফিরে আসবে।

বেন জাভিরের এই হুমকির বিরুদ্ধে যুদ্ধবাজ নেতানিয়াহুর লিকুদ পার্টি তীব্র নিন্দা জানিয়ে বলেছে, “যে কেউ ডানপন্থী সরকার ভেঙে দেবে তাকে চিরন্তনও অপমান হিসেবে স্মরণ করা হবে।”#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৯