ইয়েমেনে আগ্রাসানের বিরুদ্ধে হুঁশিয়ারি: কোনো লাল-সীমানা মানা হবে না
গাজায় যুদ্ধ-বিরতি কার্যকর হলে আনসারুল্লাহ লোহিত সাগরে হামলা বন্ধ করবে
-
ফিলিস্তিনের পক্ষে ইয়েমেনের রাজধানী সান্আয় আনসারাুল্লাহ সেনাদের মিছিল, ১৭ জানুয়ারি,২০২৫
ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন বলেছে, গাজায় (আজ রোববার থেকে যে যুদ্ধ-বিরতি কার্যকর হচ্ছে) যুদ্ধ-বিরতি কার্যকর হলে এই আন্দোলন লোহিত সাগরে ফিলিস্তিনিদের পক্ষে সামরিক অভিযান বন্ধ করবে।
আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আল বুখাইতি গতকাল এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন।
তিনি হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ-বিরতির সমঝোতা প্রসঙ্গে দেয়া এই বিবৃতিতে বলেছেন, ইসরাইল যদি গাজায় আগ্রাসন বন্ধ করে... তাহলে আমরা ইসরাইলের সঙ্গে সম্পর্কিত সামরিক ও বাণিজ্য জাহাজগুলোর ওপর হামলা বন্ধ করব।
আনসারুল্লাহর সিনিয়র কমান্ডার আবদুস সালাম আল হৌসিও এই যুদ্ধ-বিরতির সমঝোতাকে স্বাগত জানিয়েছেন এবং এই সমঝোতাকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইসরাইলি ও মার্কিন শত্রুরা মাসের পর মাস ভয়ানক অপরাধযজ্ঞ চালানোর পর গাজায় যুদ্ধ-বিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। আবদুস সালাম গাজার মুজাহিদিন বা সংগ্রামীদের বীরত্ব ও আত্মত্যাগকে মহান, বিস্ময়কর ও শত্রুদের মনোবলের ওপর প্রভাব-সৃষ্টিকারী বলে প্রশংসা করেছেন।
এদিকে আনসারুল্লাহ গাজায় যুদ্ধ-বিরতি চলার সময় ইয়েমেনে কোনো আগ্রাসন চালানোর মারাত্মক পরিণতি সম্পর্কে লোহিত সাগরে সক্রিয় শত্রুদের সতর্ক করে দিয়ে আজ (রোববার) বলেছে, এ ধরনের আগ্রাসনের জবাব দেয়ার সময় কোনো লাল-সীমানা মানা হবে না। #
পার্সটুডে/এমএএইচ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।