শপথ নিলেন ট্রাম্প
ক্ষমতায় ফিরেই ক্যাপিটাল হিল দাঙ্গায় জড়িতদের অব্যাহতি
আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল (সোমবার) সোমবার স্থানীয় সময় দুপুর ১২টায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। শপথের পর অতিথিদের উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প তার ভাষায় বলেন, “আমেরিকার স্বর্ণযুগ এখন থেকে শুরু হলো। আজ থেকে আমাদের দেশ সমৃদ্ধ হবে এবং সম্মানিত হবে। আমি সাধারণভাবে আমেরিকাকে প্রথমে রাখব।”
গতকাল ট্রাম্পের আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা জেডি ভান্স।
এদিকে, ক্ষমতায় আসার পরপরই তিনি ক্যাপিটাল হিলের দাঙ্গায় জড়িত প্রায় ১৫০০ ব্যক্তির জন্য পরিপূর্ণ ক্ষমা ঘোষণা করেছেন। ২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচনের পর জো বাইডেনের ক্ষমতা গ্রহণের আগে ৬ জানুয়ারি এসব ব্যক্তি ট্রাম্পের পক্ষে দাঙ্গা শুরু করে এবং মার্কিন কংগ্রেসে হামলা চালায়। দাঙ্গাকারীদের বিরুদ্ধে মামলা দেয়া হয় এবং অনেকে দোষী সাব্যস্ত হয়েছিল কিন্তু ট্রাম্প তাদেরকে সম্পূর্ণভাবে নির্দোষ মনে করেন। গতকালই তিনি সাংবাদিকদের জানান, রাতের মধ্যে এসব ব্যক্তি মুক্তি পাবে।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরে ট্রাম্প জানান, তিনি বেশ কিছু নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন। আমেরিকা-মেক্সিকো সীমান্তে তিনি জাতীয় জরুরি অবস্থা জারি করবেন বলেও ঘোষণা করেন।
অবৈধভাবে আমেরিকায় প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি ঘোষণা দেন। ট্রাম্প বলেন, যে 'লাখ লাখ অপরাধী' অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছে, তারা যেখান থেকে এসেছে, সেখানে তাদের ফেরত পাঠানো হবে।#
পার্সটুডে/এসআইবি/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।