হুতি আনসারুল্লাহকে 'বিদেশি সন্ত্রাসী সংগঠন' হিসেবে চিহ্নিত করলেন ট্রাম্প
(last modified Thu, 23 Jan 2025 04:42:10 GMT )
জানুয়ারি ২৩, ২০২৫ ১০:৪২ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন। গাজা যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে সামরিক ভূমিকা রাখায় আনসারুল্লাহ যখন ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে তখন ডোনাল্ট ট্রাম্প তার নির্বাহী আদেশে সই করেন।

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, "হুতিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে আমেরিকার বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে কর্মরত ব্যক্তিদের নিরাপত্তা, আমাদের নিকটতম আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।"

নির্বাহী আদেশে সই করে ট্রাম্প বলেন, "শুধু ইয়েমেন নয়, বিভিন্ন সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী হামলার জন্যও হুতিরা দায়ী।"

ট্রাম্পের ওই নির্দেশের আগামী ৩০ দিনের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে হুথিদের বিষয়ে একটি বিশদ প্রতিবেদন জমা দিতে বলা হয় 

গাজার প্রতি সমর্থন জানিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ভূমধ্যসাগর ও লোহিত সাগরে ইসরাইলগামী বাণিজ্যিক জাহাজ এবং ইঙ্গ-মার্কিন বাহিনীর নৌযানে ১০০টির বেশি অভিযান পরিচালনা করেছে আনসারুল্লাহর নেতৃত্বাধীন ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাস-এর সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডস-এর মুখপাত্র আবু উবাইদা তাঁর ভাষণে আনসারুল্লাহকে ধন্যবাদ জানিয়ে বলেন, "ইয়েমেনের আক্রমণ পুরো বিশ্বকে চমকে দিয়েছে। তারা একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে। আর তা হলো- কেউ যদি উম্মাহর শত্রুদের মোকাবিলা করতে ইচ্ছা করে তবে শত কিংবা হাজার মেইল দূরত্ব কোনো বিষয় নয়।"#

পার্সটুডে/এমএআর/২৩