‘গাজা’ নামের সুপার-হেভি ড্রোন উন্মোচন করেছে আইআরজিসি
https://parstoday.ir/bn/news/event-i146394-গাজা’_নামের_সুপার_হেভি_ড্রোন_উন্মোচন_করেছে_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স 'গাজা' নামে একটি সুপার-হেভি ড্রোন উন্মোচন করেছে। ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের চলমান সংগ্রামকে সম্মান জানাতেই ড্রোনটির নাম 'গাজা' রাখা হয়েছে।   
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ২৭, ২০২৫ ১৮:২৯ Asia/Dhaka
  • গাজার সুপার-হেভি ড্রোন
    গাজার সুপার-হেভি ড্রোন

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স 'গাজা' নামে একটি সুপার-হেভি ড্রোন উন্মোচন করেছে। ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের চলমান সংগ্রামকে সম্মান জানাতেই ড্রোনটির নাম 'গাজা' রাখা হয়েছে।   

গতকাল (রোববার) একটি বৃহৎ সামরিক মহড়ায় ড্রোনটি উন্মোচন করা হয়। সামরিক মহড়ার আইআরজিসি'র এরোস্পেস ফোর্স প্রথমবারের মতো 'গাজা' ড্রোন ব্যবহার করে আটটি লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে।

আইআরজিসির বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, এই ড্রোন একটানা ৩৫ ঘণ্টা আকাশে উড়তে পারবে৩ হাজার ১০০ কিলোগ্রাম ওজনের এই ড্রোনটি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে উড়তে পারে। এটি ১০০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে পারবে।

রিপোর্টে আরও বলা হয়, গাজা ড্রোনের পেলোড ক্ষমতা কমপক্ষে ৫০০ কিলোগ্রাম, যা এটি ১৩টি বোমা বহন করতে সক্ষম। এর পরিসীমা ১,০০০ কিলোমিটার এবং অপারেশনাল ব্যাসার্ধ ৪,০০০ কিলোমিটার।

আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগরে চলমান প্রধান নৌ মহড়ার সময় তার অভিজাত বাহিনী অত্যাধুনিক ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।#

পার্সটুডে/এমএআর/২৭