‘গোটা অঞ্চলে ভয়াবহ বিপর্যয় তৈরি হবে’
ইরানে পরমাণু স্থাপনায় হামলার ব্যাপারে তেল আবিবকে সতর্ক করল তেহরান
ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর ‘উন্মাদের মতো’ হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকাকে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, সেরকম যেকোনো হামলা গোটা অঞ্চলের জন্য ‘ভয়ঙ্কর বিপর্যয়’ ডেকে আনবে।
রাজধানী তেহরানে লন্ডন-ভিত্তিক নিউজ চ্যানেল স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। আরাকচি বলেন, “আমাদের পরমাণু স্থাপনাগুলোর ওপর যেকোনো হামলার তাৎক্ষণিক চূড়ান্ত জবাব দেয়া হবে।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমার মনে হয় না তারা উন্মাদের মতো কোনো কাজ করবে। এটি সত্যিই উন্মাদনা। এবং সেরকম কিছু হলে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে ভয়ঙ্কর বিপর্যয় সৃষ্টি হবে।”
ইহুদিবাদী ইসরাইল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে- নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ইঙ্গিত দেয়ার পর আরাকচি এ সাক্ষাৎকার দিলেন। ট্রাম্প সম্প্রতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করে বলেছিলেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ইসরাইলি হামলা ছাড়াই দেশটির সঙ্গে সৃষ্ট সংকটের সমাধান হতে পারে।
তবে আমেরিকার পক্ষ থেকে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রচেষ্টাকে নিছক ‘রাজনৈতিক সদিচ্ছা’ হিসেবে মেনে নিতে নারাজ তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সম্প্রতি এক ভাষণে বলেছেন, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের মাধ্যম ইরান মধ্যপ্রাচ্যে তার সবচেয়ে বড় ঘাঁটি হারিয়েছে। কাজেই সেই বেদনা ওয়াশিংটনের পক্ষে ভুলে যাওয়া সম্ভব নয় এবং ছলে-বলে-কৌশলে মার্কিন সরকার ইরানের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়।#
পার্সটুডে/এসআই/জিএআর/২৯