গাজা গণহত্যা: নিহতের সংখ্যা ৬২,০০০-এ পৌঁছেছে, নিখোঁজদের মৃত ঘোষণা
https://parstoday.ir/bn/news/event-i146640-গাজা_গণহত্যা_নিহতের_সংখ্যা_৬২_০০০_এ_পৌঁছেছে_নিখোঁজদের_মৃত_ঘোষণা
ইহুদিবাদী ইসরাইলের হামলায় গাজা উপত্যকায় শহীদের সংখ্যা ৬১ হাজার ৭০৯ জনে উন্নীত হয়েছে। গাজার সরকারি তথ্য অফিস জানিয়েছে, নিখোঁজ থাকা ১৪ হাজারের বেশি মানুষকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০২৫ ১৮:২৫ Asia/Dhaka
  • গাজা গণহত্যা: নিহতের সংখ্যা ৬২,০০০-এ পৌঁছেছে, নিখোঁজদের মৃত ঘোষণা

ইহুদিবাদী ইসরাইলের হামলায় গাজা উপত্যকায় শহীদের সংখ্যা ৬১ হাজার ৭০৯ জনে উন্নীত হয়েছে। গাজার সরকারি তথ্য অফিস জানিয়েছে, নিখোঁজ থাকা ১৪ হাজারের বেশি মানুষকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে।

মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ গতকাল (রোববার) এই পরিসংখ্যান প্রকাশ করে বলেছেন, যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৭৬ শতাংশের মরদেহ উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। যাদের সংখ্যা ৪৭ হাজার ৪৮৭ জন। তবে এখনো অন্তত ১৪ হাজার ২২২ জন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বা এমন এলাকায় রয়েছেন যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি। তাদেরকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

গাজা সিটির আল-শিফা হাসপাতাল থেকে দেওয়া বক্তব্যে সালামা মারুফ জানান, নিহতদের মধ্যে ১৭ হাজার ৮৮১ জন শিশু রয়েছে। এদের মধ্যে নবজাতক ছিল ২১৪ জন।

গাজার মিডিয়া অফিসের প্রধান আরও জানান, "ইসরাইলি বাহিনী ৬ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে এবং তাদের মধ্যে কয়েক ডজনকে আটক অবস্থায় নির্যাতন করে হত্যা করেছে।"   

সালামা মারুফ জানান, ‘যুদ্ধকালে ২০ লাখের বেশি মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই ২৫ বারেরও বেশি স্থানান্তর হতে বাধ্য হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১ লাখ ১১ হাজার ৫৮৮ জন।’

মিডিয়া অফিসের প্রধান আরও জানান, ইসরাইলি আগ্রাসনকালে গাজায় স্বাস্থ্যকর্মী, মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের ওপর ব্যাপক হামলা হয়েছে। এতে ১ হাজার ১৫৫ জন স্বাস্থ্যকর্মী, ২০৫ জন সাংবাদিক এবং ১৯৪ জন সিভিল ডিফেন্স কর্মী নিহত হয়েছেন।

আল-জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জম গাজার আল-রাশিদ স্ট্রিট থেকে জানিয়েছেন, ‘মানবিক ও চিকিৎসা সহায়তা দলগুলো এখন উদ্ধার কার্যক্রম থেকে মরদেহ উদ্ধারের কাজে বেশি মনোনিবেশ করেছে। শত শত বাড়ি কবরস্থানে পরিণত হয়েছে।’#

পার্সটুডে/এমএআর/৩