লেবাননে ২ বছর পর গঠিত হলো সরকার: নয়া প্রধানমন্ত্রী নওয়াফ সালাম
https://parstoday.ir/bn/news/event-i146838-লেবাননে_২_বছর_পর_গঠিত_হলো_সরকার_নয়া_প্রধানমন্ত্রী_নওয়াফ_সালাম
লেবাননের নয়া প্রধানমন্ত্রী নওয়াফ সালাম দুই বছরের মধ্যে দেশটিতে প্রথম সরকার গঠন করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০২৫ ১৬:১৪ Asia/Dhaka
  • লেবাননে ২ বছর পর গঠিত হলো সরকার: নয়া প্রধানমন্ত্রী নওয়াফ সালাম

লেবাননের নয়া প্রধানমন্ত্রী নওয়াফ সালাম দুই বছরের মধ্যে দেশটিতে প্রথম সরকার গঠন করেছেন।

প্রেসিডেন্ট জোসেফ আউন গতকাল (শনিবার) ঘোষণা করেছেন যে, তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি নয়া প্রধানমন্ত্রী নওয়াফ সালামকে দায়িত্ব গ্রহণ করার আহ্বান জানিয়ে একটি ডিক্রি জারি করেছেন।  

ওই ডিক্রির মাধ্যমে সালামের নেতৃত্বাধীন ২৪ সদস্যের মন্ত্রিসভা দায়িত্ব পালন শুরু করল।  শনিবার দায়িত্ব গ্রহণ করে প্রধানমন্ত্রী সালাম এ প্রত্যয় ব্যক্ত করেন যে, তিনি সরকারের সঙ্গে জনগণের সম্পর্কে আস্থা দৃঢ় করবেন। একইসঙ্গে আরব দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সমাজের সঙ্গে লেবাননের সম্পর্ক দৃঢ় করাও হবে তার সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

নয়া প্রধানমন্ত্রী নওয়াফ সালাম অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে লেবাননকে চলমান অর্থনৈতিক সংকট থেকে বের করে আনারও প্রতিশ্রুতি দিয়েছেন।

এর আগে লেবাননের গত দুই বছরের রাজনৈতিক সংকট নিরসনের ক্ষেত্র তৈরি হয় গত ১৩ জানুয়ারি। ওই দিন সাবেক সেনাপ্রধান জোসেফ আউন লেবাননের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করতে সম্মত হন। একই দিন নওয়াফ সালামকে মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেয়া হয়। তিনি প্রায় একমাস পর তার মন্ত্রিসভা পূর্ণাঙ্গ কর শপথ গ্রহণ করলেন। 

৭১ বছর বয়সি শিক্ষাবিদ নওয়াফ সালাম এর আগে বিচারক ও কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন।  জাতিসংঘে লেবাননের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক বিচারিক আদালতের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৯