চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন দেবে ইরান
https://parstoday.ir/bn/news/event-i146872-চূড়ান্ত_বিজয়_না_হওয়া_পর্যন্ত_প্রতিরোধ_ফ্রন্টকে_সমর্থন_দেবে_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী আকবর আহমাদিয়ান বলেছেন, ফিলিস্তিন ও লেবাননে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত তার দেশ প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১৪:১৮ Asia/Dhaka
  • চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন দেবে ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী আকবর আহমাদিয়ান বলেছেন, ফিলিস্তিন ও লেবাননে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত তার দেশ প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

গতকাল (রোববার) তেহরানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শূরা কাউন্সিলের চেয়ারম্যান মুহাম্মদ ইসমাইল দারবিশ এবং সংগঠনের আরো কয়েকজন  সদস্যের সাথে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

আহমাদিয়ান ইসরাইলের বিরুদ্ধে হামাসের বিজয়কে স্বাগত জানিয়ে বলেন, গাজার ঘটনাবলী ইঙ্গিত দেয় যে, ইসরাইল ধ্বংস হওয়ার পথে এবং ৪৭০ দিনের প্রতিরোধ প্রমাণ করেছে, এই লক্ষ্য অর্জন করা সম্ভব।"

আন্তর্জাতিক অঙ্গনে হামাসের অর্জনের দিকে ইঙ্গিত করে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, "আজ আমরা দেখতে পাচ্ছি যে, সমগ্র বিশ্ব এমনকি ইউরোপীয় ও পশ্চিমা কর্মকর্তারাও ফিলিস্তিনি জনগণের অধিকার স্বীকার করে। অপারেশন আল-আকসা ফ্ল্যাডের আগে এমন পরিবেশ ছিল না। এই অর্জন তরবারির উপর রক্তের বিজয়ের ফলাফল।"

আহমাদিয়ান আরো বলেন, গাজার জনগণ তাদের অনুকরণীয় প্রতিরোধের মাধ্যমে নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক আদর্শ হয়ে উঠেছে।#

পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।