গাজায় আগ্রাসন শুরু করলে ইসরাইলে ফের হামলা চালাবে ইয়েমেন: হুথি
(last modified Wed, 12 Feb 2025 07:35:22 GMT )
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১৩:৩৫ Asia/Dhaka
  • ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি
    ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি

গাজা উপত্যকায় আবার সামরিক আগ্রাসন শুরু করলে ইহুদিবাদী ইসরাইলের স্বার্থে ফের আঘাত হানার হুমকি দিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি।

তিনি বলেছেন, ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তারাও আবার তেল আবিব-বিরোধী লড়াই শুরু করবেন।

তিনি মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, “আমাদের আঙ্গুল বন্দুকের ট্রিগারে রয়েছে। ইহুদিবাদী সরকার যদি গাজায় আবার হামলা শুরু করে তাহলে তাৎক্ষণিকভাবে আমরা আঘাত হানার জন্য প্রস্তুত রয়েছি।”

হুথি সতর্ক করে দিয়ে বলেন, ইসরাইলকে আমেরিকা নাকি অন্য কেউ সাহায্য করছে তা তারা দেখবেন না বরং তারা নিরাপত্তা, সামরিক ও অর্থনৈতিকভাবে ইসরাইলের মারাত্মক ক্ষতি করবেন।

ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য নতুন করে গাজায় আগ্রাসন চালানো সহজ হবে না বলেও তিনি মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার অধিবাসীদের সেখান থেকে বিতাড়িত করার যে পরিকল্পনা উত্থাপন করেছেন তারও তীব্র নিন্দা জানান আনসারুল্লাহ আন্দোলনের নেতা। তিনি বলেন, এটি হচ্ছে গোটা মুসলিম উম্মাহর ভূখণ্ডগুলো দখলের নেয়ার একটি বিস্তৃত পরিকল্পনার আওতায় একটি ‘ধ্বংসাত্মক ও আগ্রাসী প্রজেক্ট।’

আব্দুল মালিক আল-হুথি বলেন, মুসলমানদের পবিত্র স্থানগুলো দখল করা হচ্ছে এই পরিকল্পনার উদ্দেশ্য। শুধু আল-আকসা মসজিদ নয় সেইসঙ্গে সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীরা মক্কা এবং মদীনারও দখল নিতে চায়।

গাজা দখলের পরিকল্পনায় আমেরিকাকে সাহায্য করার ব্যাপারে আরব শাসকদের হুঁশিয়ার করে দিয়ে হুথি বলেন, সাম্রাজ্যবাদী পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয়ে গেলে এসব শাসককে [ডাস্টবিনে] ছুড়ে মারতে বিন্দুমাত্র সময় নেবে না আমেরিকা।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।