বাবার হত্যার ২০তম বার্ষিকীতে লেবাননের রাজনীতিতে ফিরতে পারেন সাদ হারিরি
https://parstoday.ir/bn/news/event-i147022-বাবার_হত্যার_২০তম_বার্ষিকীতে_লেবাননের_রাজনীতিতে_ফিরতে_পারেন_সাদ_হারিরি
পার্সটুডে-লেবাননের অভ্যন্তরীণ ও আঞ্চলিক পরিস্থিতি সাদ হারিরির রাজনৈতিক দৃশ্যপটে ফিরে আসার পটভূমি তৈরি করতে পারে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ১৭:৩৩ Asia/Dhaka
  • বাবার হত্যার ২০তম বার্ষিকীতে লেবাননের রাজনীতিতে ফিরতে পারেন সাদ হারিরি
    বাবার হত্যার ২০তম বার্ষিকীতে লেবাননের রাজনীতিতে ফিরতে পারেন সাদ হারিরি

পার্সটুডে-লেবাননের অভ্যন্তরীণ ও আঞ্চলিক পরিস্থিতি সাদ হারিরির রাজনৈতিক দৃশ্যপটে ফিরে আসার পটভূমি তৈরি করতে পারে।

আল-আলমের বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, আজ লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরির পিতা রফিক হারিরি হত্যার ২০তম বার্ষিকী পালন করা হচ্ছে। এই উপলক্ষ্যে সাদ হারিরির রাজনীতিতে ফেরার ব্যাপারে ধারণা করা হচ্ছে।

রাই আল-ইয়াওম ওয়েবসাইটের বরাত দিয়ে আল-আলম জানিয়েছে, ১৯৯২ থেকে ২০০৪ সাল পর্যন্ত লেবাননের প্রধানমন্ত্রী ছিলেন রফিক হারিরি। পরবর্তীকালে ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি বৈরুতে এক বোমা হামলায় তিনি নিহত হন। ওই হামলায় আরও ২১ জন নিহত এবং ২২৬ জন আহত হয়েছিলেন।

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি তাঁর সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন বৈরুতে আয়োজিত তাঁর পিতার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ওই অনুষ্ঠানে সাদ হারিরি বক্তব্য রাখবেন বলে কথা রয়েছে।

আন্তর্জাতিক চাপের মুখে জোসেফ আউন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এবং নওয়াফ সালামের নেতৃত্বে সরকার গঠনের পর, সংযুক্ত আরব আমিরাতে থাকা সাদ হারিরি বৈরুতে ফিরে আসেন। তার ঘনিষ্ঠ একটি সূত্র ঘোষণা করেছে, হারিরি তার বক্তৃতায় লেবানন এবং এ অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন। এদিকে তিনি রাজনৈতিক অঙ্গনে ফিরে আসেন-এটা তার সমর্থকদের প্রত্যাশা।

লেবানন ত্যাগ করার পর থেকে খুব কমই তার রাজনৈতিক অবস্থান প্রকাশ করেছেন হারিরি, এই ভাষণে তার ভবিষ্যৎ রোডম্যাপের রূপরেখা তুলে ধরবেন। ২০২২ সালের গোড়ার দিকে, তিনি লেবাননের অন্যতম শীর্ষস্থানীয় সুন্নি নেতা ছিলেন এবং সংসদে তার দলের ১৮ জন সদস্য ছিলেন। কিন্তু তার প্রধান সমর্থক সৌদি আরবের সাথে তার সম্পর্কের টানাপোড়েনের ঘটনা ছিল তার রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়।#

পার্সটুডে/এনএম/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।