‘সন্ত্রাসবাদ নির্মূলে আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন’
পাকিস্তানের বেলুচিস্তানে বোমা হামলায় ১১ খনি শ্রমিক নিহত; তীব্র নিন্দা জানাল ইরান
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে খনি শ্রমিকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এক বিবৃতিতে ওই নিন্দা জানিয়ে বলেছেন, বিশ্বের যেকোনো স্থানেই সন্ত্রাসী হামলা হোক না কেন তার বিরুদ্ধে তেহরানের দৃঢ় অবস্থান অটল থাকবে।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় গতকাল (শুক্রবার) খনি শ্রমিকদের বহনকারী একটি যাত্রীবাহী বাসে দূর নিয়ন্ত্রিত বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও অপর সাতজন আহত হন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
তবে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিএলএ সাধারণও ওই প্রদেশসহ পাকিস্তানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এ ধরনের হামলা চালায়। চলতি মাসের গোড়ার দিকে একই এলাকায় একই ধরনের আরেক হামলায় ১৮ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছিলেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার বিবৃতিতে নিহত খনি শ্রমিকদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানান এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন। এ ধরনের সন্ত্রাসী হামলা প্রতিহত করার জন্য আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানান বাকায়ি।
ইরান ও পাকিস্তানের দীর্ঘ যৌথ সীমান্ত রয়েছে এবং দু’দেশ সীমান্ত অতিক্রমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে বেশ কয়েকবার যৌথ অভিযান চালিয়েছে।#
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৫